You will be redirected to an external website

Virat Kohli: ‘৪৯তম ওডিআই শতরান বিরাট প্রাপ্তি’, কোহলিকে প্রশংসায় ভরালেন গম্ভীর

Virat-Kohli:-‘৪৯তম-ওডিআই-শতরান-বিরাট-প্রাপ্তি’,-কোহলিকে-প্রশংসায়-ভরালেন-গম্ভীর

কোহলিকে প্রশংসায় ভরালেন গম্ভীর

কোহলি-গম্ভীরের সম্পর্ক তো আদায় কাঁচকলায়! আবার উল্টো বলার মতো মানুষজনও পাওয়া যাবে অনায়াসেই। তবে ২০২৩ এর আইপিএলের সময় বিরাট আর গৌতমের ধুন্ধুমার ঝামেলা ক্রিকেট দুনিয়ার হটকেক হিসেবে ছড়িয়ে পড়েছিল। অবশ্য পরে তাঁদের মধ্যে প্রকাশ্যে ঝামেলার মিটমাটও হয়েছিল। কিন্তু তারপরও ভারতীয় ক্রিকেট প্রেমীরা অপেক্ষায় থাকেন সেই সময়ের, যখন ক্রিজে থাকেন কোহলি আর কমেন্ট্রি বক্সে গৌতম। কারণ যে কোনও মুহূর্তে বোমা ফাটাতেই পারেন গৌতি। চলতি বিশ্বকাপে বিরাট কোহলি দুরন্ত ছন্দে রয়েছেন। রবিবার ইডেনে প্রোটিয়াদের বিরুদ্ধে নিজের ওডিআই কেরিয়ারের ৪৯তম শতরান করেছেন।

বিরাটের ৪৯তম ওডিআই সেঞ্চুরি নিয়ে বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে গৌতম গম্ভীর বলেছেন, ‘আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ৪৯তম শতরান করা একটা বিরাট প্রাপ্তি। বিরাটকে শুভেচ্ছা জানাই। আশা করি ও দেশের হয়ে এমন আরও ভালো পারফর্ম করবে।’ গৌতমের পাশাপাশি বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলের শেয়ার করা এক ভিডিয়োতে শ্রীসন্থ বলেন, ‘বিরাট তোমাকে স্যালুট জানাই। যেভাবে তুমি খেলছো, দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তুমি রেকর্ড ভাঙা-গড়ার কাজই শুধু করছ না। বরং তুমি মিলিয়ন মিলিয়ন মানুষের অনুপ্রেরণা। শুধু ক্রিকেটেই নয়, আরও অন্যান্য ক্রীড়াবিদদের কাছেও তুমি প্রেরণা।’

গৌতম, শ্রীসন্থের মতো ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার মহম্মদ কাইফও বিরাটকে প্রশংসায় ভরিয়েছেন। তিনি বলেন, ‘২০১১ সালে সচিন-পাজিকে কাঁধে তুলেছিল বিরাট। আজ ৪৯তম শতরান করে কিংবদন্তি সচিনের রেকর্ড ছুঁল ও। ওডিআইতে প্রথম সেঞ্চুরি বিরাট করেছিল ইডেনে। ৪৯তম সেঞ্চুরিও ও করল ইডেনে। অনেক অনেক শুভেচ্ছা কোহলি। তোমার এই সাফল্যে সবচেয়ে বেশি খুশি হবেন সচিন তেন্ডুলকর।’

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

World-Cup-2023:-‘এক-পায়ে’-২০১-রান-করে-জানিয়ে-দিলেন-ম্যাক্সওয়েল,ইনিংসে-মুগ্ধ-ক্রিকেট-বিশ্ব Read Next

World Cup 2023: ‘এক পায়ে’ ২০১ রান ক...