You will be redirected to an external website

Yuvraj Singh: বাবা হলেন যুবরাজ, সমাজমাধ্যমে জানালেন কন্যাসন্তান জন্মানোর খবর

Yuvraj-Singh:-বাবা-হলেন-যুবরাজ,-সমাজমাধ্যমে-জানালেন-কন্যাসন্তান-জন্মানোর-খবর

আবার বাবা হলেন যুবরাজ

আবার বাবা হলেন যুবরাজ সিংহ। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী হ্যাজেল কিচ। শুক্রবার সমাজমাধ্যমে সবার সঙ্গে এই খবর ভাগ করে নিয়েছেন যুবরাজ নিজেই। পেয়েছেন প্রচুর সমর্থকের শুভকামনাও। তবে ছবি দেখে মনে হয়েছে সন্তানের জন্ম বেশ কিছু দিন আগেই হয়েছে।

ছবি পোস্ট করে যুবরাজ লিখেছেন, “নিদ্রাহীন রাত এখন আরও বেশি আনন্দের হয়ে উঠেছে। ছোট রাজকন্যা অরাকে স্বাগত। আমাদের পরিবার এ বার সম্পূর্ণ।” ছবিতে দেখা যাচ্ছে, যুবরাজ সদ্যোজাত সন্তানকে নিজের কোলে নিয়ে ফিডিং বোতলে দুধ খাওয়াচ্ছেন।যুবরাজ যে আবার বাবা হতে চলেছেন তা আগে থেকে জানাননি। সোশ্যাল মিডিয়াতেও কোনও ইঙ্গিত দেননি। ফলে এই খবর তাঁর সমর্থকদের কাছেও নতুন।

দেশের অন্যতম সেরা অলরাউন্ডার হিসাবেই ধরা হয় যুবরাজকে। তিনি সব ফরম্যাট মিলিয়ে ভারতের হয়ে ৪০২টি ম্যাচ খেলেছেন। ৪০টি টেস্টে তিনি ১৯০০ রান করেছেন। কিন্তু এক দিনের ক্রিকেটেই তাঁর সাফল্য সবচেয়ে বেশি। তিনি ৩০৪টি ম্যাচে ৮৭০১ রান করেছেন।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Asia-Cup-2023:-দলে-ফিরে-উত্তেজিত-শ্রেয়স,খেলতে-নামার-জন্য-মুখিয়ে-ভারতীয়-ব্যাটার Read Next

Asia Cup 2023: দলে ফিরে উত্তেজিত ...