You will be redirected to an external website

Team India:চতুর্থ টেস্টের আগে ভারতীয় দল মাতল রঙের উৎসবে

Team-India:চতুর্থ-টেস্টের-আগে-ভারতীয়-দল-মাতল-রঙের-উৎসবে

চতুর্থ টেস্টের আগে ভারতীয় দল মাতল রঙের উৎসবে

আমদাবাদে বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারত। তার আগে রঙের উৎসবে মাতল টিম ইন্ডিয়া। বাসেই রং খেললেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। রং মেখে নাচলেন বিরাট। গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে ফুরফুরে মেজাজে ভারতীয় ক্রিকেটাররা।

বাসে রং খেলার ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শুভমন গিল। সেখানে দেখা যাচ্ছে, ক্রিকেটাররা সবাই রং মেখে রয়েছেন। সবার আগে শুভমন। তাঁর ঠিক পিছনেই বিরাট। মুখ, মাথা রঙে ভর্তি তাঁর। বাসে অমিতাভ বচ্চনের ছবির ‘রং বরসে’ গান হচ্ছে। তারই ছন্দে নাচছেন বিরাট। তখনই দেখা যায়, পিছন থেকে বিরাটের গায়ে রং ছোড়েন রোহিত। নিজের আসন থেকে উঠে আনন্দে মাততে দেখা যায় শ্রেয়স আয়ারকেও। ভিডিয়োর ক্যাপশনে লেখা, ‘‘ভারতীয় দলের পক্ষ থেকে সবাইকে হোলির শুভেচ্ছা।’’

আমদাবাদেও পিচ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। খেলা শুরুর ৪৮ ঘণ্টা আগেও নাকি পুরো পিচ তৈরি হয়নি। গুজরাত ক্রিকেট সংস্থার এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, কী ধরনের পিচ তৈরি করা উচিত তা নিয়ে সংশয়ে ভারতীয় ক্রিকেট দল। তাই এখনও দলের তরফে তাঁদের কাছে কোনও নির্দেশ আসেনি। সেই কারণে পিচ তৈরি করতে সময় লাগছে। ওই আধিকারিক বলেছেন, ‘‘আমরা এখনও ভারতীয় ম্যানেজমেন্টের কাছ থেকে কোনও নির্দেশ পাইনি। তাই আমাদের পিচ প্রস্তুতকারকরা সাধারণ পিচ তৈরি করছে। গোটা মরসুমে এখানে যেমন পিচ হয় তেমনই পিচ তৈরি হচ্ছে।’’

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Jasprit-Bumrah:নিউ-জ়িল্যান্ডে-অস্ত্রোপচার-হল-বুমরার!-মাঠে-ফিরতে-কত-দিন? Read Next

Jasprit Bumrah:নিউ জ়িল্যান্ডে অস...