You will be redirected to an external website

Commonwealth Games : অত্যধিক খরচ, কমনওয়েলথ গেমস আয়োজন করবে না অ্যালবার্টা

Commonwealth-Games-:-অত্যধিক-খরচ,-কমনওয়েলথ-গেমস-আয়োজন-করবে-না-অ্যালবার্টা

কমনওয়েলথ গেমস আয়োজন করবে না অ্যালবার্টা

২০২৬ সালের কমনওয়েলথ গেমস আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। ভিক্টোরিয়ার দায়িত্ব ছিল ২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব। কিন্তু অত্যধিক খরচের দোহাই দিয়ে সরে দাঁড়িয়েছে তারা। গেমস আয়োজন করতে গিয়ে ছাপিয়ে গিয়েছে বাজেট। সেই একই কারণ দেখিয়ে ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজন থেকে সরে দাঁড়াল কানাডিয়ান প্রদেশ অ্যালবার্টা। ২০৩০ কমনওয়েলথের জন্য সম্ভাব্য আয়োজক হিসেবে এগিয়ে ছিল অ্যালবার্টা। কিন্তু খরচের বহর দেখে তারাও গেমস আয়োজনের উৎসাহ হারিয়ে ফেলেছে। ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য বিড করবে না অ্যালবার্টা।

গত মাসেই ২০২৬ সালের গেমস আয়োজন থেকে সরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। প্রস্তাবিত বাজেট ছিল ১৫ হাজার কোটি টাকা। পরে তা বেড়ে দাঁড়ায় ৩৪ হাজার কোটিরও বেশি টাকা। এত পাহাড় প্রমাণ অর্থ খরচ করে কমনওয়েলথ গেমস আয়োজনে রাজি নয় ভিক্টোরিয়া। আগামী কমনওয়েলথ গেমস হবে কিনা তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। হঠাৎ অস্ট্রেলিয়া পিছিয়ে আসায় চাপে পড়ে গিয়েছে কমনওয়েলথ গেমস ফেডারেশন। 

বর্তমান বিড অনুয়ায়ী অনুমানের উপর ভিত্তি করে বলা যায় ২০৩০ কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য ২.৬৮ বিলিয়ন কানাডিয়ান ডলার খরচ হতে পারে। এই বিপুল পরিমাণ অর্থ কোনওভাবেই খরচ করতে রাজি নয় অ্যালবার্টা।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

আর-সানিয়ার-স্বামী-নন-শোয়েব-,ডিভোর্সের-গুঞ্জনে-শিলমোহর-দিলেন-শোয়েব? Read Next

আর সানিয়ার স্বামী নন শো...