You will be redirected to an external website

অসুস্থ শুভমন,বোর্ডের এক কর্তার দাবি শুভমন খেলার মতো অবস্থায় নেই

অসুস্থ-শুভমন,বোর্ডের-এক-কর্তার-দাবি-শুভমন-খেলার-মতো-অবস্থায়-নেই

বোর্ডের এক কর্তার দাবি শুভমন খেলার মতো অবস্থায় নেই

এক দিনের বিশ্বকাপে নামবে ভারত। প্রতিপক্ষ পাঁচ বারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়া। সেই ম্যাচেই শুভমন গিলকে পাওয়া অনিশ্চিত। ম্যাচ শুরুর ৩৬ ঘণ্টা আগে কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন যে, তিনি শেষ পর্যন্ত অপেক্ষা করতে চান শুভমনকে খেলানোর জন্য। যদিও বোর্ডের এক কর্তার দাবি শুভমন খেলার মতো অবস্থায় নেই। 

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে যে, ২৪ বছরের শুভমন রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তো খেলতে পারবেনই না, সেই সঙ্গে আফগানিস্তানের বিরুদ্ধে ১১ অক্টোবরও তাঁর খেলার সম্ভাবনা কম। বোর্ডের পক্ষ থেকে সরকারি ভাবে এখনও শুভমন সম্পর্কে কিছু জানানো হয়নি। কোচ দ্রাবিড়ও সাংবাদিক বৈঠকে এসে শুভমনকে বাতিল করে দেননি। 

শুক্রবার সকালেই জানা গিয়েছিল যে, ডেঙ্গি আক্রান্ত শুভমন। অনুশীলনের সময় নেটে ঈশান কিশনকে শুরু থেকে ব্যাট করতে দেখা যায়। সেখানে যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিনেরা টানা বল করেন তাঁকে। কঠিন পরীক্ষার মুখে ফেলে হয় বাঁহাতি ব্যাটারকে।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের �...

World-Cup-2023:-ফের-দুঃসংবাদ-ভারতীয়-শিবিরে,-অনুশীলনে-চোট-হার্দিকের Read Next

World Cup 2023: ফের দুঃসংবাদ ভারত�...

Related News