You will be redirected to an external website

৫০তম শতরান করেন বিরাট কোহলি,‘ঈশ্বরের বরপুত্র’ বিরাট, আখ্যা দিলেন অনুষ্কা

৫০তম-শতরান-করেন-বিরাট-কোহলি,‘ঈশ্বরের-বরপুত্র’-বিরাট,-আখ্যা-দিলেন-অনুষ্কা

‘ঈশ্বরের বরপুত্র’ বিরাট, আখ্যা দিলেন অনুষ্কা

৫ নভেম্বর নিজের ৩৫তম জন্মদিনে স্পর্শ করেছিলেন মাইলফলক। তার ঠিক ১০ দিন পরে সেই মাইলফলক পেরিয়ে আরও একটু এগিয়ে গেলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। বুধবার এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালে অনন্য নজির গড়লেন ১৮ নম্বর জার্সির ক্রিকেটার। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে ১০৬ বলে পূর্ণ করলেন শতরান। তাঁর নামের পাশে ১০০ রান দেখাতেই ব্যাট হাতে বসে পড়লেন মাঠের মাঝে। মাথা উঁচিয়ে তাকালেন মহাশূন্যের দিকে। বোঝা গেল, তিনি মনে করেন, তাঁর এই সাফল্য ঈশ্বরেরই আশীর্বাদ। গোটা গ্যালারি তখন বিরাটের স্তুতিতে মগ্ন। মুম্বইয়ের ওয়াংখেড়েতে তখন স্রেফ একটাই জপনাম, 'কোহলি'। এই মাইলফলক তৈরি করা তাঁর পক্ষে অসম্ভব ছিল না ঠিকই, তবে এই যাত্রাপথও খুব একটা সহজ ও মসৃণ ছিল না।

কলকাতার ইডেন গার্ডেন্সে বিরাটের ৪৯তম শতরানের সময় গ্যালারিতে ছিলেন না অনুষ্কা। তবে বুধবার ওয়াংখেড়ের ম্যাচ মিস্ করেননি তিনি। সচিনের ঘরের মাঠে তাঁরই সামনে তাঁকে টপকে গেলেন বিরাট। সেই মুহূর্তের সাক্ষী ছিলেন অনুষ্কাও। হাত তুলে মাস্টার ব্লাস্টারকে অভিবাদন জানানোর পরেই বিরাটের চোখ গেল অনুষ্কার দিকে। একে অপরকে উদ্দেশে চুম্বন ছুড়ে দিলেন। তবে স্বামীর প্রতি অনুষ্কার কুর্নিশ এল ম্যাচ শেষ হওয়ার পরে। সমাজমাধ্যমের পাতায় বিরাটের একটি ছবি পোস্ট করে অনুষ্কা লেখেন, "ঈশ্বরই জীবনের শ্রেষ্ঠ চিত্রনাট্যকার। আমি কৃতজ্ঞ যে, তাঁর আশীর্বাদে আমি তোমার মতো এক জন মানুষের ভালবাসা পেয়েছি। সব বাধা পেরিয়ে তোমার এই জয়… এই সাফল্য অর্জন করা… সব ঝড়ের পরেও নিজের প্রতি সৎ থাকা ও এই খেলায় সবটা উজাড় করে দেওয়া… তুমি সত্যিই ‘ঈশ্বরের বরপুত্র’।’’

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

শামির-৭-উইকেট,বিরাটের-সেঞ্চুরি,-১২-বছর-পর-বিশ্বকাপ-জয়ের-স্বপ্ন Read Next

শামির ৭ উইকেট,বিরাটের সে...