You will be redirected to an external website

ভারত-পাকিস্তান ম্যাচের আগে পারফর্ম করছেন অরিজিৎ,টিভিতে দেখা গেল না পারফরম্যান্স

ভারত-পাকিস্তান-ম্যাচের-আগে-পারফর্ম-করছেন-অরিজিৎ,টিভিতে-দেখা-গেল-না-পারফরম্যান্স

ভারত-পাকিস্তান ম্যাচের আগে পারফর্ম করছেন অরিজিৎ

বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের আগে সাংস্কৃতি অনুষ্ঠানের কথা ঘোষণা করে বিসিসিআই। বিশ্বের বৃহত্তম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গান গাওয়ার কথা ছিল অরিজিৎ সিংহ থেকে শঙ্কর মহাদেবন, সুখবিন্দর সিংহ, সুনিধি চৌহনদের। নির্ধারিত সময় পারফর্মও করেন তাঁরা। এ দিকে টিভির সামনে অগুনতি দর্শক অপেক্ষায় ছিলেন অরিজিৎ এবং অন্য তারকাদের অনুষ্ঠান দেখার জন্য। তবে হতাশ হতে হয় সকলকেই। টিভিতে সম্প্রচারিতই হয়নি এ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ দিন অরিজিতকে দেখা গেল একেবারে অন্য অবতারে। গত কয়েক বছর ধরেই প্রায় সব অনুষ্ঠানেই তাঁকে দেখা গিয়েছে পাগড়ি বেঁধে। পোশাকের তেমন কোনও আতিশয্য ছাড়াই। তবে বিশ্বকাপের এই অনুষ্ঠানে শিমারি জ্যাকেট, ডেনিম পরেই দেখা গেল গায়ককে। হাতে সেই গিটার। গাইলেন ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির ‘তুম ক্যায় মিলে’ গান, ‘জওয়ান’ ছবির ‘চাল্লেয়া’। এ ছাড়াও গাইলেন ‘জিতেগা জিতে গা ইন্ডিয়া জিতেগা।’ শনিবার সকালেই আমদাবাদ পৌঁছে সেখানকার দর্শককে মাতিয়ে দিলেন অরিজিৎ।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

World-Cup-2023:-ভারত-পাকিস্তান-ম্যাচেও-ভরল-না-আমদাবাদের-মাঠ,কেন-এমন-হল? Read Next

World Cup 2023: ভারত-পাকিস্তান ম্...