You will be redirected to an external website

Arjun Tendulkar: দেওধর ট্রফিতে সুযোগ পেলেন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন

Arjun-Tendulkar:-দেওধর-ট্রফিতে-সুযোগ-পেলেন-সচিন-তেন্ডুলকরের-ছেলে-অর্জুন

দেওধর ট্রফিতে সুযোগ পেলেন অর্জুন

দক্ষিণাঞ্চলের হয়ে সুযোগ পেলেন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন। তবে প্রথম একাদশে থাকবেন কি না তা এখনও নিশ্চিত নয়। এই প্রথম দেওধর ট্রফিতে খেলতে চলেছেন অর্জুন।

দক্ষিণাঞ্চলের অন্তর্গত রাজ্যগুলির সেরা ক্রিকেটাররাই দেওধর ট্রফিতে খেলতে চলেছেন। তবে তামিলনাড়ুর বি সাই সুদর্শনের মতো কিছু ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছে। ওই সময় সুদর্শন এমার্জিং এশিয়া কাপ খেলতে ব্যস্ত থাকবেন। অর্জুন এমনিতে মুম্বইয়ের ছেলে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে তিনি এখন খেলেন গোয়ার হয়ে, যা দক্ষিণাঞ্চলের অন্তর্গত।

বাঁ হাতি পেস বোলার অর্জুন শেষের দিকে নেমে চালিয়ে খেলতে পারেন। বহু জল্পনার পর গত বারের আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। তবে খুব বেশি ম্যাচে খেলতে পারেননি। তবে ঘরোয়া ক্রিকেটে খুব খারাপ খেলেননি। বিজয় হজারে ট্রফিতে গোয়ার হয়ে সাতটি ম্যাচে আটটি উইকেট নিয়েছিলেন। 

অর্জুনের সঙ্গে দক্ষিণাঞ্চল থেকে থাকছেন দুই উঠতি প্রতিভা বিদ্যাথ কাভেরাপ্পা এবং বিজয়কুমার বিশাখ। থাকছেন ভি কৌশিকও। এঁরা প্রত্যেকেই ঘরোয়া ক্রিকেটে ভাল খেলেছেন। অর্জুনের নাম যোগ করায় দক্ষিণাঞ্চলের বোলিংয়ে বৈচিত্র বাড়তে চলেছে।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

India-Vs-West-Indies:-দ্বিতীয়-দিনে-জোড়া-শতরান,-রোহিত,-যশস্বীর-দাপটে-এগিয়ে-ভারত Read Next

India Vs West Indies: দ্বিতীয় দিনে জো...