You will be redirected to an external website

India vs Australia:সাত ঘণ্টার খেল খতম চার ঘণ্টায়! ১০ উইকেটে হার রোহিতদের

India-vs-Australia:সাত-ঘণ্টার-খেল-খতম-চার-ঘণ্টায়!-১০-উইকেটে-হার-রোহিতদের

১০ উইকেটে হার রোহিতদের

ভারত ব্যাট করার সময় যে পিচ দেখে মনে হচ্ছিল পেসারদের স্বর্গ, সেই পিচেই অস্ট্রেলিয়া ১১ ওভারে ১২১ রান তুলে নিল কোনও উইকেট না হারিয়ে। মিচেল স্টার্কদের বিরুদ্ধে ভারত ব্যাট করার চেষ্টা করেছে বলা যায়। তাতেও ২৬ ওভারে বেশি টিকতে পারেনি। ১১৭ রানে শেষ হয়ে বিরাট কোহলিদের ইনিংস। সেই রান তুলতে নেমে টি-টোয়েন্টির মেজাজে রান তুলে পুরো ম্যাচটাই ৩৭ ওভারে শেষ করে দিল অস্ট্রেলিয়া।

বিশাখাপত্তনমে রবিবার ৫টা থেকে বৃষ্টি আসার কথা ছিল। ম্যাচে ওভার কমে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু সে সব ম্যাচ শুরুর আগের কথা। খেলাটাই শেষ হয়ে গেল ৫.৩০ মিনিটে। আকাশে মেঘ সাজতে শুরু করার আগেই খেলা শেষ করে দিল অস্ট্রেলিয়া। বৃষ্টি নিয়ে ভাবার প্রয়োজনই হল না। অস্ট্রেলিয়ার ইনিংস কিছু ছয়ের বৃষ্টি হল বলা যায়। তা-ও খুব বেশি হওয়ার সুযোগ দেয়নি ভারত। কারণ ১১৮ রানের লক্ষ্যে কতই বা বাউন্ডারি মারা যায়। ভারতের ইনিংসে দু’টি ছক্কা মেরেছিলেন অক্ষর পটেল। চার হয়েছিল ন’টি। অস্ট্রেলিয়া মারল ১৬টি। অর্থাৎ ১২১ রানের মধ্যে বাউন্ডারি মেরেই অস্ট্রেলিয়ার দুই ওপেনার মিচেল মার্শ এবং ট্রেভিস হেড তুললেন ১০০ রান। বাকি ২১ রান দৌড়লেন।

ভারতের ব্যাটারদের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠবেই। শুভমন গিল এবং সূর্যকুমার যাদব পর পর দু’টি ম্যাচেই প্রায় এক ভাবে আউট হলেন। তরুণ ওপেনারকে তিন ধরনের ক্রিকেটেই ভাবতে শুরু করেছে ভারত। কিন্তু তিনি অফস্টাম্পের বাইরের বলে ব্যাট বাড়িয়ে দেওয়ার লোভ সামলাতে পারছেন না। একই ভাবে আউট হলেন দু’টি ম্যাচেই। সূর্যকুমার তো স্টার্কের বলই বুঝতে পারলেন না। আগের ম্যাচের মতো এই ম্যাচেও উইকেটের সামনে তাঁর পা খুঁজে নিলেন স্টার্ক।

গত ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ১৮৮ রান করেছিল। সেই ম্যাচে বিরাটের উইকেট নিয়েছিলেন স্টার্ক। এক দিনের ক্রিকেটে প্রথম বার বিরাটকে আউট করেছিলেন তিনি। এ দিন পারলেন না। বিরাটই একমাত্র খেলছিলেন অস্ট্রেলিয়ার বোলারদের বিরুদ্ধে। ৩৫ বলে ৩১ রান করেন তিনি। চেষ্টা করছিলেন ক্রিজে টিকে থাকতে। কিন্তু উল্টো দিক থেকে একের পর এক ব্যাটার আউট হলেন। নাথান এলিস নেন বিরাটের উইকেট। এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নেওয়ারও চেষ্টা করেননি বিরাট।

সিরিজ় ১-১। শেষ ম্যাচ চেন্নাইয়ে। ২২ মার্চ সেই ম্যাচের গুরুত্ব বেড়ে গেল। সিরিজ় কে জিতবে তা ঠিক হবে ওই ম্যাচে। রোহিত ওই ম্যাচে টস জিততে চাইবেন। কারণ আগে ব্যাট করলে এই ধরনের বিপর্যয়ের আশঙ্কা থেকে যাবে। পরে ব্যাট করলে তবুও লক্ষ্য দেখে নেওয়ার সুযোগ থাকবে।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

WPL-2023:প্লে-অফে--ইউপি,রান-রেটের-বিচারে-এক-নম্বরে-শেফালিরা Read Next

WPL 2023:প্লে-অফে ইউপি,রান রেট...