৫০ বছরে সচিনকে বিশেষ সম্মান অস্ট্রেলিয়ার
এই বিশেষ দিনে মাস্টার ব্লাস্টারকে নিয়ে একরাশ আবেগ নেটদুনিয়ায় তুলে ধরছেন তাঁর ফ্যানেরা। সতীর্থ থেকে শুরু করে বর্তমানের একাধিক ক্রিকেটাররাও সচিনকে শুভেচ্ছা জানিয়েছেন। ২৪ বছরের ক্রিকেট কেরিয়ারে তিনি ভারতকে অনেক কিছু দিয়েছেন। সচিনের রেকর্ডঝাঁপিও বেশ নজরকাড়া। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর নামের পাশেই রয়েছে সর্বাধিক রান। একই সঙ্গে সচিন প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে ২০০ টেস্ট ম্যাচে খেলেছেন। তাঁর মাইলস্টোন নিয়ে বলতে গেলে যেন শেষই হয় না।
২৪ এপ্রিল সচিনের ৫০তম জন্মদিনের পাশাপাশি সিডনিতে লারার করা ২৭৭ রানের ইনিংসের ৩০ বছর পূর্ণ হয়েছে। সেটিই ছিল লারার টেস্টে প্রথম শতরান। তাই এই বিশেষ দিনকে উদ্যাপন করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সিডনিতে এর আগে ডোনাল্ড ব্র্যাডম্যান, অ্যালান ডেভিডসন ও আর্থার মরিসের নামে গেট রয়েছে। সেই তালিকায় সচিন ও লারা যুক্ত হলেন।
সিডনিতে চারটি টেস্ট খেলেছেন লারা। ৩৮৪ রান করেছেন তিনি। অন্য দিকে পাঁচটি টেস্ট খেলে সিডনিতে ৭৮৫ রান করেছেন সচিন। এই মাঠে তাঁর গড় ১৫৭। সর্বোচ্চ অপরাজিত ২৪১।
এই সম্মান দেওয়ার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়েছেন সচিন। একটি বিবৃতিতে তিনি বলেছেন, ‘‘ভারতের বাইরে আমার সব থেকে প্রিয় মাঠ সিডনি। ১৯৯১-৯২ সালে আমার প্রথম অস্ট্রেলিয়া সফর থেকেই এই মাঠের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তাই সেখানে আমার ও আমার খুব ভাল বন্ধু লারার নামে গেট হওয়ায় আমি খুব খুশি।’’