You will be redirected to an external website

IPL 2024: কাজে এল না বিরাট-সেঞ্চুরি, হারের হ্যাটট্রিক বেঙ্গালুরুর, শীর্ষে রাজস্থান

IPL-2024:-কাজে-এল-না-বিরাট-সেঞ্চুরি,-হারের-হ্যাটট্রিক-বেঙ্গালুরুর,-শীর্ষে-রাজস্থান

হারের হ্যাটট্রিক বেঙ্গালুরুর, শীর্ষে রাজস্থান

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগান বিরাট কোহলি। তাঁর আগ্রাসী শতরানের দাপটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু করে ৩ উইকেটে ১৮৩ রান। জবাবে রাজস্থান ১৯.১ ওভারে ৪ উইকেটে ১৮৯ করল। জশ বাটলারের পাল্টা অপরাজিত শতরানের দাপটে টানা তিন ম্যাচ হারল বেঙ্গালুরু।

দ্বিতীয় সন্তানের জন্মের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলেননি কোহলি। আইপিএলের আগে বেশ কিছু দিন ক্রিকেট থেকে দূরে রেখেছিলেন নিজেকে। অনুশীলনও করেননি। তাতে অবশ্য কোহলির ক্রিকেটীয় দক্ষতায় একটুও খামতি তৈরি হয়নি। চেনা মেজাজেই আইপিএলে দেখা যাচ্ছে তাঁকে। শনিবার রাজস্থানের বিরুদ্ধে আইপিএলে নিজের ৫৩তম অর্ধশতরান পূর্ণ করলেন ৩৯ বলে। জয়পুরের ২২ গজে শুরু থেকেই আগ্রাসী মেজাজে দেখা গিয়েছে কোহলিকে। রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্টের মতো বোলারেরা তাঁকে থামানোর উপায় খুঁজে পাননি। 

কোহলির শতরান অবশ্য কাজে এল না। বাটলার এবং সঞ্জু স্যামসনের জুটি ম্যাচ ছিনিয়ে নিল বেঙ্গালুরুর কাছ থেকে। জয়ের জন্য ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল (শূন্য)। রিচি টোপলের ধাক্কা সামলে রাজস্থানের ইনিংসকে মসৃণ গতিতে এগিয়ে নিয়ে গেলেন বাটলার এবং সঞ্জু। তাঁদের দ্বিতীয় উইকেটের জুটিতে তাঁরা তুললেন ১৪৮ রান। এই জুটিই দলের জয়ের ভিত গড়ে দিল। মহম্মদ সিরাজের বলে আউট হওয়ার আগে সঞ্জু করলেন ৪২ বলে ৬৯ রান। ৮টি চার এবং ২টি ছয় এল তাঁর ব্যাট থেকে। এ দিন রান পেলেন না রিয়ান পরাগ (৪)। ব্যর্থ ধ্রুব জুরেলও (২)। তাতেও অবশ্য চাপ হল না। 

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

IPL-2024:-কলকাতার-প্রথম-হার,-লিগ-তালিকায়-দ্বিতীয়-স্থানেই-রয়ে-গেলেন-তাঁরা Read Next

IPL 2024: কলকাতার প্রথম হার, লি...