চোট পেলেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান
ভারতে এসে চোট পেলেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে পারলেন না তিনি। আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেও হয়তো অধিনায়ককে পাবেন না বাংলাদেশ।
বৃহস্পতিবার অনুশীলনে ফুটবল খেলছিলেন বাংলাদেশের ফুটবলারেরা। সে সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান তিনি। জায়গাটি ফুলে গিয়েছে বলে জানা গিয়েছে। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তাঁকে খেলানোর ঝুঁকি নেয়নি বাংলাদেশ শিবির। ম্যাচের অন্যতম ধারাভাষ্যকার দীনেশ কার্তিক প্রথম শাকিবের চোট পাওয়ার কথা জানান। বাংলাদেশ শিবির থেকে অবশ্য অভিজ্ঞ অলরাউন্ডারের চোট নিয়ে সরকারি ভাবে কিছু জানায়নি।
সূত্রের খবর শাকিবের চোট নিয়ে ঝুঁকি নিতে চান না বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ২ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও শাকিবকে মাঠে না নামানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রয়োজনে হলে আফগানিস্তানের বিরুদ্ধে প্রতিযোগিতার প্রথম ম্যাচেও অধিনায়ককে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ।