You will be redirected to an external website

World Cup 2023: শনিবার পাকিস্তান ম্যাচের আগে অধিনায়কের ব্যাট বড় ভরসা ভারতের

World-Cup-2023:-শনিবার-পাকিস্তান-ম্যাচের-আগে-অধিনায়কের-ব্যাট-বড়-ভরসা-ভারতের

পাকিস্তান ম্যাচের আগে অধিনায়কের ব্যাট বড় ভরসা ভারতের

 দিল্লির ২২ গজে আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর শতরান এল ৬৩ বলে। তাঁর দাপটের সামনে কার্যত দিশেহারা দেখাল আফগান বোলিং আক্রমণকে। বিশ্বকাপে রোহিতের সপ্তম শতরান হল বুধবার। আগামী শনিবার পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে অধিনায়কের ব্যাটেও ভরসা খুঁজে পেল ভারতীয় শিবির।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে রান পাননি। আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই চেনা মেজাজে ‘হিটম্যান’। বুধবার শুরু থেকেই আগ্রাসী ছিলেন রোহিত। আফগানিস্তানের কোনও বোলারকে থিতু হওয়ার সময়টুকুও দেননি। ভারতীয় দলের অধিনায়কের দাপুটে ব্যাটিং নিয়ন্ত্রণ করার কোনও উপায় বার করতে পারেননি আফগান ক্রিকেটারেরা। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দুই ওপেনারই আউট হয়েছিলেন শূন্য রানে। তবু এ দিন রোহিত ওপেন করতে নামেন ঈশান কিশনকে নিয়েই। তাঁর ব্যাটিং দাপট উইকেটের অন্য প্রান্তে দাঁড়িয়ে দেখলেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটার। ঈশানও আগ্রাসী ভাবে শুরু করার চেষ্টা করেছিলেন।বিশ্বকাপে ভারতের পরবর্তী প্রতিপক্ষ পাকিস্তান। শনিবার বাবর আজ়মদের বিরুদ্ধে নামার আগে প্রয়োজনীয় আত্মবিশ্বাস পেয়ে গেলেন রোহিত। এশিয়া কাপেও রান পেয়েছেন ভারতীয় দলের অধিনায়ক।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

বিশ্বকাপের-দ্বিতীয়-ম্যাচেও-নেই-শামি,-ম্যানেজমেন্টের-সিদ্ধান্ত-মেনে-নিতে-পারছেন-না-গাওস্কর... Read Next

বিশ্বকাপের দ্বিতীয় ম্যা...