You will be redirected to an external website

আবার বিরাট বনাম গম্ভীর! আইপিএলে তৃতীয় বার মুখোমুখি

আবার-বিরাট-বনাম-গম্ভীর!-আইপিএলে-তৃতীয়-বার-মুখোমুখি

আবার বিরাট বনাম গম্ভীর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টস এখন শুধু এই দুই দলের ম্যাচ নয়। আইপিএলে এই দুই দল মুখোমুখি হওয়া মানেই বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীর। দু’বার তাঁদের মাঠে লড়াই করতে দেখা গিয়েছে। শেষ বার তা প্রায় হাতাহাতির পর্যায় পৌঁছে গিয়েছিল। শুধু এ বার নয়, আইপিএলে আগেও একাধিক বার বিরাট এবং গম্ভীরকে মধ্যে তর্কাতর্কি করতে দেখা গিয়েছে। তাঁরা প্রায় ‘চিরশত্রু’ হয়ে গিয়েছেন। 

দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দরাবাদ ছিটকে গিয়েছে। বাকি সাত দলের সুযোগ রয়েছে প্লে-অফে ওঠার। এর মধ্যে বেঙ্গালুরু এবং লখনউয়ের সম্ভাবনা প্রায় সমান সমান। এই দুই দল যদি প্লে-অফে পৌঁছে যায় তা হলে আরও এক বার মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে।

লখনউ সুপার জায়ান্টস

১৩টি ম্যাচ খেলে লখনউ পেয়েছে ১৫ পয়েন্ট। তাদের শেষ ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। ইডেনে সেই ম্যাচ জিতলে ১৭ পয়েন্ট নিয়ে প্লে-অফে ওঠার সুযোগ অনেকটাই বাড়িয়ে নেবে লখনউ। এই মুহূর্তে তিন নম্বরে রয়েছে গম্ভীরের দল। চেন্নাই সুপার কিংসেরও ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট। অর্থাৎ মহেন্দ্র সিংহ ধোনির দলও ১৭ পয়েন্টে পৌঁছে যেতে পারে।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

১২ ম্যাচে ১২ পয়েন্ট বিরাটদের। শেষ দু’টি ম্যাচ বাকি সানরাইজার্স হায়দরাবাদ এবং গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। এই দু’টি ম্যাচে জিতলে ১৬ পয়েন্টে শেষ করবেন বিরাটরা। সে ক্ষেত্রে চতুর্থ স্থান পেতে পারে বেঙ্গালুরু। কিন্তু লখনউ যদি নিজেদের ম্যাচ হেরেও প্লে-অফের দরজা খুলে ফেলতে পারে, তা হলে বেঙ্গালুরুর কাছে সুযোগ রয়েছে তৃতীয় স্থানে শেষ করার।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

সত্যি-হল-আশঙ্কা!-টেনিস-থেকে-'বিশ্রাম'-নিচ্ছেন-কিংবদন্তি-!- Read Next

সত্যি হল আশঙ্কা! টেনিস থে...