You will be redirected to an external website

পার্লার থেকে শুরু করে বেডরুম, সবেতেই ঘরোয়া, জন্মদিনে বিরাট শুভেচ্ছা অনুষ্কার

পার্লার-থেকে-শুরু-করে-বেডরুম,-সবেতেই-ঘরোয়া,-জন্মদিনে-বিরাট-শুভেচ্ছা-অনুষ্কার

জন্মদিনে বিরাট শুভেচ্ছা অনুষ্কার

৪৭৭টি আন্তর্জাতিক ম্যাচে ২৪,৩৫০ রান! রানে রানেই ৩৪ বছরে পদার্পণ ভারতীয় ক্রিকেটতারকা বিরাট কোহলির। জন্মদিনে স্বামীকে দুষ্টুমিষ্টি শুভেচ্ছা জানালেন অনুষ্কা শর্মা। বিরাটের একগুচ্ছ মজাদার মুহূর্ত একসঙ্গে করে সকাল সকাল পোস্ট ‘চাকদহ এক্সপ্রেস’ নায়িকার। লিখেছেন, “আজ তোমার জন্মদিন প্রিয়, অবশ্যই তোমার সবচেয়ে ভাল মুহূর্তের ছবি এই পোস্টে রাখলাম। যে কোনও পরিস্থিতিতে তোমায় ভালবাসি। চিরদিন বাসব।”

৫ নভেম্বর বিরাটের যে সব ছবি সামনে এল, সেগুলো আগে কেউ দেখেননি, হলফ করে বলা যায়। অনুষ্কার পোস্ট করা প্রথম ছবিতে মাসাজ পার্লারে শুয়ে আছেন বিরাট। ফ্রেমে ধরা তাঁর মুখটুকুই। যেখানে স্ট্যান্ডে মুখ রেখে কৌতুকভরা চোখে হাসছেন ব্যাটার। পরের ছবিতে টুপি মাথায় লনে দাঁড়িয়ে অদ্ভুত ভঙ্গিতে বিরাট। ধরা দিয়েছেন ঘরোয়া আমেজে। তৃতীয় ছবিতে বিছানায় শুয়ে আলোআঁধারি নিজস্বী প্রাক্তন অধিনায়কের। চতুর্থ ছবিতে একরাশ আনন্দ! কোলে সদ্যোজাত ভামিকাকে নিয়ে বাবা বিরাট। যেন বিভিন্ন মুহূর্তের কোলাজ দিয়ে তৈরি হয়েছেন অনুষ্কার বিরাট।

পাকিস্তানকে হারিয়ে ভারত জেতার পরেই নেটমাধ্যমে লম্বা পোস্ট করে নিজের প্রেম উজাড় করে দিয়েছিলেন বিরাট-ঘরনি। সেই জয়ের পরই প্রথম জন্মদিন স্বামীর। এ বারের আদর তো আলাদাই!

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

গাড়িয়ে-থামিয়ে-রাস্তার-ধারে-চায়ের-দোকানে-চা-ও-টোস্ট-বিস্কুট-খেলেন-সচিন
তেন্ডুলকর,ভাইরাল-ভিডিয়ো- Read Next

গাড়িয়ে থামিয়ে রাস্তার ...