You will be redirected to an external website

IPL 2024: আইপিএলের আগে বাইক দুর্ঘটনা শুভমনের দলের ক্রিকেটারের

IPL-2024:-আইপিএলের-আগে-বাইক-দুর্ঘটনা-শুভমনের-দলের-ক্রিকেটারের

আইপিএলের আগে বাইক দুর্ঘটনা শুভমনের দলের ক্রিকেটারের

আইপিএলের আগে খারাপ খবর গুজরাত টাইটান্সের কাছে। দলের ক্রিকেটার রবিন মিঞ্জ বাইক দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন। ২১ বছরের ক্রিকেটার নিজে বাইক চালাচ্ছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে। আপাতত তিনি হাসপাতালে ভর্তি।

গোটা ঘটনাটির বর্ণনা দিয়েছেন রবিনের বাবা ফ্রান্সিস। তাঁর কথায়, বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণেই দুর্ঘটনা ঘটেছে। শনিবার একটি জাপানি সংস্থার তৈরি সুপারবাইক চালিয়ে যাচ্ছিলেন রবিন। আচমকাই সেই বাইকের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। সেটি গিয়ে অন্য একটি বাইকে ধাক্কা মারে। রাস্তায় পড়ে যান রবিন। বাইক ছিটকে যায় অন্য দিকে। হাতে-পায়ে কেটেছড়ে গিয়েছে রবিনের। তবে যতটা মনে করা হয়েছিল ততটা গুরুতর নয় তাঁর চোট।

গত বছরের নিলামে গুজরাত ৩.৬০ কোটি টাকায় কিনেছে রবিনকে। ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স দেখেই এত দাম দিয়ে কেনা হয়েছে। হায়দরাবাদ, চেন্নাই, মুম্বইয়ের সঙ্গে লড়াই করে রবিনকে ছিনিয়ে নিয়েছিল গুজরাত। এ বার সেই দলকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। গত দু’বারের অধিনায়ক হার্দিক পাণ্ড্য চলে গিয়েছেন মুম্বইয়ে।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের �...

New-Zealand-vs-Australia:-নতুন-নজির-লায়নের,-কী-কীর্তি-গড়লেন-অস্ট্রেলীয়-স্পিনার Read Next

New Zealand vs Australia: নতুন নজির লায়ন�...

Related News