You will be redirected to an external website

Neil Wagner: কাঁদতে কাঁদতে অবসর ঘোষণা বোলারের! খেলে শেষ হল ক্রিকেটজীবন

Neil-Wagner:-কাঁদতে-কাঁদতে-অবসর-ঘোষণা-বোলারের!-খেলে-শেষ-হল-ক্রিকেটজীবন

কাঁদতে কাঁদতে অবসর ঘোষণা বোলারের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন নিউ জ়িল্যান্ডের জোরে বোলার নিল ওয়াগনার। দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত ক্রিকেটার নিউ জ়িল্যান্ডের হয়ে ৬৪টি টেস্ট খেলেছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম একাদশে থাকবেন না। নির্বাচকদের কাছ থেকে বিষয়টি জানার পর সোমবার মানসিক ভাবে ভেঙে পড়েন ওয়াগনার। এর পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। ফলে চলতি মাসে হ্যামিল্টনে নিজের জন্মভূমি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটজীবনের শেষ ম্যাচ হয়ে রইল।

৩৭ বছরের জোরে বোলার অবসরের সিদ্ধান্ত জানাতে এসে চোখের জল ধরে রাখতে পারেননি। তিনি বলেছেন, ‘‘আপনি যেখানে অনেক কিছু দিয়েছেন এবং যা থেকে অনেক কিছু পেয়েছেন, তা থেকে সরে যাওয়া সহজ নয়। কিন্তু এখন সময় এসেছে অন্যদের এগিয়ে যাওয়ার এবং এই দলকে এগিয়ে দেওয়ার। আমি ব্ল্যাক ক্যাপসের হয়ে টেস্ট ক্রিকেটের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। একটি দল হিসেবে আমরা যা অর্জন করতে পেরেছি, তার জন্য আমি গর্বিত।’’

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

IPL-2024:-আইপিএলের-আগে-বাইক-দুর্ঘটনা-শুভমনের-দলের-ক্রিকেটারের Read Next

IPL 2024: আইপিএলের আগে বাইক দু...