You will be redirected to an external website

Neymar: পেলের রেকর্ড ভেঙে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার

Neymar:-পেলের-রেকর্ড-ভেঙে-ব্রাজিলের-সর্বোচ্চ-গোলদাতা-এখন-নেইমার

রেকর্ড ভেঙে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার

১৯৭১ সালের ১১ জুলাই অস্ট্রিয়ার বিরুদ্ধে ৭৭তম গোল করেছিলেন ফুটবল সম্রাট। ৪১ বছর পর সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন কাতার বিশ্বকাপে। এ বার পেলেকে ছাপিয়ে গেলেন নেইমার বলিভিয়ার বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের ম্যাচে ৫-১ জিতল ব্রাজিল। সেই ম্যাচে জোড়া গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার। পেলে পরবর্তী ব্রাজিল টিমে অনেকে এসেছেন, যাঁরা প্রতিশ্রুতি জাগিয়েছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু কেউই পেলে ছাপিয়ে যেতে পারেননি। গত বছর প্রয়াত হয়েছেন ফুটবল সম্রাট।

লাতিন আমেরিকার বিশ্বকাপ যোগ্যতা পর্বের ম্যাচে বলিভিয়া অবশ্য তেমন বেগ দিতে পারেনি। নেইমার অবশ্য এই ম্যাচে হ্যাটট্রিক করে ফেলতে পারতেন। ১৭ মিনিটে পেনাল্টি পেয়ে গিয়েছিল ব্রাজিল। কিন্তু নেইমারের দুর্বল শট আটকে বলিভিয়ার কিপার গুইলেরমো ভিসকারা। ৭ মিনিট পরেই অবশ্য ১-০ করে ফেলে ব্রাজিল। ভিসকারা রাফিনহার শট সেভ করে দিলেও রড্রিগো ফিরতি বল ধরে গোল করে দেন। 

এর পরেই শুধু নেইমারময় ম্যাচ। ৭৮তম আন্তর্জাতিক গোল করে পেলেকে ছাপিয়ে যান। একেবারে স্টপেজ টাইমে রাফিনহার কাছ থেকে পাওয়া লো বল ধরে গোল করেন নেইমার। ৩১ বছরের ফুটবলার সদ্য পিএসজি ছেড়ে যোগ দিয়েছেন সৌদি লিগের ক্লাব আল হিলালে। ১৯৫৭ থেকে ১৯৭১ সালের মধ্যে পেলে ব্রাজিলের গোলের রেকর্ড করেছিলেন। তিতে জমানার পর এখন ব্রাজিলের কোচ ফের্নান্দো দিনিজ। নতুন কোচের হাত ধরে বড় জয় এল ব্রাজিলের।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Asia-Cup-2023:-এশিয়া-কাপে-আরও-এক-বার-মুখোমুখি-ভারত-পাকিস্তান Read Next

Asia Cup 2023: এশিয়া কাপে আরও এক ব...