You will be redirected to an external website

Jasprit Bumrah:বুমরাকে শিবিরে ডেকে এনেছে মুম্বই ইন্ডিয়ান্স,তর সইল না রোহিতের মুম্বইয়ের!

Jasprit-Bumrah:বুমরাকে-শিবিরে-ডেকে-এনেছে-মুম্বই-ইন্ডিয়ান্স,তর-সইল-না-রোহিতের-মুম্বইয়ের!

বুমরাকে শিবিরে ডেকে এনেছে মুম্বই ইন্ডিয়ান্স

পিঠের চোটে দীর্ঘ দিন ধরে কাবু যশপ্রীত বুমরা। গত বছর সেপ্টেম্বরের পর তাঁকে আর দেখা যায়নি ক্রিকেট মাঠে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির বিশেষজ্ঞদের পরামর্শে চোট সারাতে নিউ জ়িল্যান্ডে গিয়েছিলেন অস্ত্রোপচার করাতে। কিছু দিন আগে ফিরেছেন দেশে। তবু জোরে বোলারকে শিবিরে ডেকে আনল মুম্বই ইন্ডিয়ান্স।

আইপিএল খেলার সম্ভাবনা নেই। মাঠে ফিরতে প্রায় চার মাস মতো সময় লাগবে বুমরার। তবু তর সইল না মুম্বইয়ের। রোহিত শর্মার ফ্র্যাঞ্চাইজ়ি আইপিএল শুরুর আগে জোরে বোলারকে ডেকে আনল শিবিরে।

বুমরাকে অবশ্য খেলার জন্য বা অনুশীলনের জন্য মুম্বই ইন্ডিয়ান্স ডেকে আনেনি। আইপিএলের সময় দলের সঙ্গে তাঁকে রাখারও তেমন পরিকল্পনা নেই রোহিতদের। বুমরাকে ডাকা হয়েছিল মহিলাদের প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচ দেখার জন্য। রবিবার মহিলাদের প্রিমিয়ার লিগের ফাইনালে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে প্রথম বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। রবিবার গ্যালারিতে বসে ফ্র্যাঞ্চাইজ়ির মহিলা দলের জয় সতীর্থদের সঙ্গে উপভোগ করেছেন বুমরা।

শুধু বুমরা নন, রবিবার হরমনপ্রীতদের সমর্থন করতে স্টেডিয়ামে ছিলেন দলের আর এক জোরে বোলার জোফ্রা আর্চারও। তাঁদের ভিডিয়ো সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে মুম্বই ফ্র্যাঞ্চাইজ়ি।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Rohit-Sharma:আইপিএলের-আগেই-বড়-সিদ্ধান্ত-রোহিত-শর্মার!মুম্বই-পাচ্ছে-নতুন-ক্যাপ্টেন Read Next

Rohit Sharma:আইপিএলের আগেই বড় স...