You will be redirected to an external website

Jasprit Bumrah|: বিমানে চাপলেন বুমরা, আয়ারল্যান্ডে খেলতে চললেন রিঙ্কুদের নিয়ে

Jasprit-Bumrah|:-বিমানে-চাপলেন-বুমরা,-আয়ারল্যান্ডে-খেলতে-চললেন-রিঙ্কুদের-নিয়ে

আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ়‌ খেলতে রওনা হলেন বুমরা

দীর্ঘ ১০ মাসের অপেক্ষার অবসান। আবার ভারতীয় দলের বিমানে উঠে পড়লেন যশপ্রীত বুমরা। আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ়‌ খেলতে রওনা হলেন। এই সিরিজ়ে বুমরাই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। সেখানে কেমন খেলেন তার উপরেই নির্ভর করছে বিশ্বকাপের দলে তাঁকে দেখা যাবে কি না। বুমরার সঙ্গে আয়ারল্যান্ডে পাড়ি দিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ, রিঙ্কু সিংহ, ওয়াশিংটন সুন্দর, রুতুরাজ গায়কোয়াড়রাও।

চোটের কারণে দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে রয়েছেন বুমরা। গত বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি। খেলা হয়নি অস্ট্রেলিয়া সিরিজ়‌, আইপিএল, বিশ্ব টেস্ট ফাইনালও। কিন্তু বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হতে পারেন তিনি। তবে সবই নির্ভর করছে আয়ারল্যান্ড সিরিজ়‌ে বুমরা কেমন খেলছেন তাঁর উপরে।

কলকাতার হয়ে গত দুই মরসুম আইপিএলে খুবই ভাল খেলেছেন তিনি। গত বার একাধিক ম্যাচে একার হাতে দলকে জিতিয়েছেন। স্বাভাবিক ভাবেই ভারতীয় দলে তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। সব ঠিক থাকলে রিঙ্কুর অভিষেক হতেই পারে। এর পরে এশিয়ান গেমসের দলেও রয়েছেন রিঙ্কু।

আয়ারল্যান্ড সিরিজ়ে দলের সহ-অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। এ ছাড়া আমেরিকা থেকে দলের সঙ্গে যোগ দেবেন যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, সঞ্জু স্যামসনেরা। জিতেশ শর্মাকেও বিকল্প উইকেটকিপার হিসাবে রাখা হয়েছে। দলে স্পিনার হিসাবে রয়েছেন ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

বুমরার-কামব্যাক,-রিঙ্কুর-অভিষেক!-আয়ারল্যান্ডের-বিরুদ্ধে-আজ-প্রথম-টি-২০ Read Next

বুমরার কামব্যাক, রিঙ্কু...