You will be redirected to an external website

India Vs Ireland: মাঠে ফিরেই সিরিজ় সেরা বুমরা,এ বার লক্ষ্য এশিয়া কাপ এবং বিশ্বকাপ

India-Vs-Ireland:-মাঠে-ফিরেই-সিরিজ়-সেরা-বুমরা,এ-বার-লক্ষ্য-এশিয়া-কাপ-এবং-বিশ্বকাপ

বুমরা ফিরছেন সিরিজ় সেরা হয়ে

বুমরা ফিরছেন সিরিজ় সেরা হয়ে। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসাবে দু’টি ম্যাচ খেলে, দু’টিতেই জিতেছেন তিনি। এ বার লক্ষ্য এশিয়া কাপ এবং বিশ্বকাপ।

বুধবার তৃতীয় ম্যাচ বৃষ্টির কারণে খেলা হয়নি। বুমরা বলেন, “ম্যাচ খেলার জন্য এত ক্ষণ ধরে অপেক্ষা করা খুবই অস্বস্তির। সকালে যে আবহাওয়া দেখেছিলাম, তাতে মনে হয়নি এমনটা হতে পারে।” সিরিজ়ের প্রথম দু’টি ম্যাচেই জিতেছিল ভারত। তরুণ কিছু ক্রিকেটারকে পাঠানো হয়েছিল আয়ারল্যান্ডে। তাঁদের নেতৃত্ব দিয়ে বুমরা বলেন, “এমন একটা দলকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। প্রত্যেকে মাঠে নামার জন্য মুখিয়ে ছিল। নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলে, সকলেই খুশি হয়। আমিও হয়েছি। ক্রিকেটার হিসাবে আমি দায়িত্ব নিতে পছন্দ করি। দলকে নিয়ে কোনও অভিযোগ নেই।”

দু’টি ম্যাচে চারটি উইকেট নিয়ে সিরিজ় সেরা তিনি। বুমরা বলেন, “অনেক দিন পর মাঠে ফিরে ভাল লাগছে। আবার ক্রিকেট খেলতে পারছি। ১০-১১ মাস বাইরে ছিলাম। এই আত্মবিশ্বাসী দল আমার মাঠে ফেরার কাজটা সহজ করে দিয়েছে। ওরাই আমাকে বলছিল কী করতে হবে।”দেশে ফিরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেবেন বুমরা। বুধবার বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এশিয়া কাপের জন্য প্রস্তুতি নেবেন তাঁরা।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Yuvraj-Singh:-বাবা-হলেন-যুবরাজ,-সমাজমাধ্যমে-জানালেন-কন্যাসন্তান-জন্মানোর-খবর Read Next

Yuvraj Singh: বাবা হলেন যুবরাজ, স...