You will be redirected to an external website

India vs Pakistan: রবিবার সুপার ফোরের ম্যাচে আবার মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান

India-vs-Pakistan:-রবিবার-সুপার-ফোরের-ম্যাচে-আবার-মুখোমুখি-হবে-ভারত-এবং-পাকিস্তান

ভারতকে বার্তা দিয়ে রাখলেন অধিনায়ক বাবর আজম

সুপার ফোরের প্রথম ম্যাচেই বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। আগামী রবিবার ফের মহারণ। সুপার ফোরের ম্যাচে আবার মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। গ্রুপ পর্বের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় পরের ম্যাচ নিয়ে আলাদা উৎসাহ তৈরি হয়েছে। বাংলাদেশকে হারানোর পর ভারতকে বার্তা দিয়ে রাখলেন অধিনায়ক বাবর আজম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাবরকে প্রশ্ন করা হয় ভারত ম্যাচ নিয়ে। সঞ্চালক জিজ্ঞাসা করেন, পাকিস্তান কি চাপে? বাবরের স্পষ্ট উত্তর, “আমরা কোনও চাপে নেই। প্রতিটা ম্যাচেই নিজের সেরাটা দিচ্ছে ছেলেরা। এই জয় আমাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে। বড় ম্যাচের জন্যে এমনিতেই আমরা সব সময় তৈরি থাকি। নিঃসন্দেহে পরের ম্যাচে নিজেদের ১০০ শতাংশ দেব।”

এশিয়া কাপে প্রচুর যাতায়াত করতে হচ্ছে পাকিস্তানকে। গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কায় খেলার পর তারা দেশের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলল। আবার কলম্বোয় গিয়ে সুপার ফোরের ম্যাচে নামবে। ক্লান্তির প্রশ্নে বাবরের উত্তর, “সূচি আগে থেকেই আমাদের কাছে ছিল। এটা ঠিকই যে প্রচুর যাতায়াত করতে হচ্ছে। কিন্তু দলের সাপোর্ট স্টাফেরা প্রত্যেকের খেয়াল রাখছে।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Asia-Cup-2023:-এশিয়া-কাপে-সুপার-ফোরের-প্রথম-ম্যাচে-বাংলাদেশকে-অনায়াসে-হারিয়ে-দিল-পাকিস্তান Read Next

Asia Cup 2023: এশিয়া কাপে সুপার ফ...