You will be redirected to an external website

IPL 2023:বিজয়ী বনাম গত বারের চ্যাম্পিয়ন, ১৬তম আইপিএলের শুরুতেই ‘ক্যাপ্টেন কুল’

IPL-2023:বিজয়ী-বনাম-গত-বারের-চ্যাম্পিয়ন,-১৬তম-আইপিএলের-শুরুতেই-‘ক্যাপ্টেন-কুল’

বিজয়ী বনাম গত বারের চ্যাম্পিয়ন

শুরু ১৬তম আইপিএল। আমদাবাদে প্রথম ম্যাচেই মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্স। মহেন্দ্র সিংহ ধোনি বনাম হার্দিক পাণ্ড্য। ভারতীয় ক্রিকেটে প্রথম জন ক্যাপ্টেন কুল নামেই পরিচিত। দ্বিতীয় জন গত বার আইপিএল জিতেছেন এবং নিজের ঠান্ডা মাথার পরিচয় দিয়েছেন। এ বারের আইপিএল শুরু তাঁদের ম্যাচ দিয়েই।

করোনার পর প্রথম বার সব ক’টি দল নিজেদের মাঠে এবং বিপক্ষের মাঠে গিয়ে খেলার সুযোগ পাবে। গত বছর আমদাবাদেই আইপিএলের ফাইনাল হয়েছিল। সেই মাঠেই এ বার প্রথম বার খেলতে নামবেন হার্দিকরা। ইতিমধ্যেই সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। শুক্রবার মাঠ ভর্তি দর্শকের সামনেই শুরু হতে চলেছে আইপিএল। সন্ধে ৭.৩০ মিনিট থেকে শুরু হবে ম্যাচ। টস হবে ৩০ মিনিট আগে। তার আগে বলিউডের বিভিন্ন অভিনেতা এবং গায়কদের উপস্থিতিতে হবে উদ্বোধনী অনুষ্ঠান। সেই তালিকায় তামান্না ভাটিয়া, ক্যাটরিনা কইফ, টাইগার শ্রফ, অরিজিৎ সিংহরা থাকবেন বলে জানা গিয়েছে। ৬টা থেকে শুরু হবে সেই অনুষ্ঠান।0

AUTHOR :

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

IPL-2023:কেকেআরের-ম্যাচ-নির্বিঘ্নে-হওয়া-সম্ভব?কী-বলছে-আবহাওয়ার-পূর্বাভাস? Read Next

IPL 2023:কেকেআরের ম্যাচ নির্ব...