You will be redirected to an external website

IPL 2023:দুই বলে দুই ছক্কা! চেন্নাই মাতিয়ে নজির ধোনির

IPL-2023:দুই-বলে-দুই-ছক্কা!-চেন্নাই-মাতিয়ে-নজির-ধোনির

নজির গড়লেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক

চেন্নাইয়ের মাঠে চেন্নাইয়ের সমর্থকদের মনে আনন্দ দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর ব্যাটিং দেখার জন্য বসেছিলেন সমর্থকরা। হতাশ করলেন না ধোনি। ব্যাট করতে নেমে পর পর দুই বলে দুই ছক্কা মারলেন তিনি। সেই সঙ্গে নজির গড়লেন সিএসকে অধিনায়ক।

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমেছিল চেন্নাই। ব্যাটারদের দাপটে বড় রানের পথে এগোচ্ছিল তারা। ধোনির ব্যাটিং আসবে কি না সেই আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু ২০তম ওভারের প্রথম বলে আউট হয়ে যান রবীন্দ্র জাডেজা। ফলে ব্যাট করতে নামেন ধোনি।

বল করছিলেন মার্ক উড। তাঁর প্রথম বল থার্ড ম্যানের উপর দিয়ে ছক্কা মারেন ধোনি। আনন্দে নেচে ওঠে চেন্নাইয়ের গ্যালারি। পরের বল শর্ট লেংথে করেন উড। সেই বলও পুল করেন ধোনি। বল গিয়ে পড়ে গ্যালারিতে। তৃতীয় বলে আবার ছক্কা মারতে গিয়েছিলেন ধোনি। কিন্তু এ বার মাঠ পার করতে পারেননি তিনি। ক্যাচ আউট হয়ে যান তিনি। ৩ বলে ১২ রান করে আউট হন তিনি।

এই ম্যাচের আগে আইপিএলে ২৩৫ ম্যাচে ৪৯৯২ রান ছিল তাঁর। অর্থাৎ, ৫০০০ রান করতে হলে ৮ রান করতে হত ধোনিকে। দুই ছক্কা মেরে এই নজির করে ফেলেন তিনি। ২৩৬ ম্যাচে এখন ৫০০৪ রান চেন্নাই অধিনায়কের। আইপিএলে ২৪টি অর্ধশতরান করেছেন তিনি।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Rishabh-Pant:-অ্যাক্সিডেন্টের-পর-প্রথম-বার-সশরীরে-ঋষভ-পন্থ! Read Next

Rishabh Pant: অ্যাক্সিডেন্টের প...