You will be redirected to an external website

ICC World Cup: চার ম্যাচ জিতেও বিশ্বকাপে শীর্ষে ওঠা হল না ভারতের

ICC-World-Cup:-চার-ম্যাচ-জিতেও-বিশ্বকাপে-শীর্ষে-ওঠা-হল-না-ভারতের

চার ম্যাচ জিতেও বিশ্বকাপে শীর্ষে ওঠা হল না ভারতের

বিশ্বকাপে টানা চারটি ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার পথ আরও সুগম করে ফেলল ভারতীয় দল। বৃহস্পতিবার বাংলাদেশকে ৫১ বল বাকি থাকতে হারিয়েও পয়েন্ট টেবিলের অবশ্য শীর্ষে উঠতে পারলেন না রোহিত শর্মারা। 

ভারত এবং নিউ জ়িল্যান্ড দু’দলেরই ৪ ম্যাচে সংগ্রহ ৮ পয়েন্ট। এখনও পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত রয়েছে এই দুই দল। পয়েন্ট সমান হলেও নেট রান রেটের নিরিখে শীর্ষে রইল কিউয়িরাই। নিউ জ়িল্যান্ডের নেট রান রেট ১.৯২৩। অন্য দিকে ভারতের নেট রান রেট ১.৬৫৯। বৃহস্পতিবার বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল ভারতীয় দলের সামনে। সে ক্ষেত্রে বাংলাদেশের দেওয়া ২৫৭ রানের লক্ষ্য ৩৪.৪ ওভারের মধ্যে তুলতে হল ভারতীয় দলকে। কিন্তু ভারতীয় দলের জয়ের রান তুলতে লাগল ৪১.৩ ওভার। 

‌ভারতের কাছে হারায় বাংলাদেশ নেমে গেল পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। ৪ ম্যাচে শাকিব আল হাসানদের সংগ্রহ ২ পয়েন্ট। তাঁদের নেট রান রেট -০.৭৮৪। ষষ্ঠ স্থানে উঠে এল অস্ট্রেলিয়া। বাংলাদেশের সঙ্গে পয়েন্ট সমান হলেও প্যাট কামিন্সদের নেট রান রেট -০.৭৩৪। আগের মতোই তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকল যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান। দু’দলেরই সংগ্রহ ৪ পয়েন্ট।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

World-Cup-2023:-কেমন-আছেন-হার্দিক?বাংলাদেশকে-হারিয়ে-উত্তর-দিলেন-রোহিত Read Next

World Cup 2023: কেমন আছেন হার্দিক?...