You will be redirected to an external website

IPL 2023: আইপিএলের প্রস্তুতি শুরু করছেন ধোনি,চেন্নাইয়ে অনুশীলন সিএসকে-র

IPL-2023:-আইপিএলের-প্রস্তুতি-শুরু-করছেন-ধোনি,চেন্নাইয়ে-অনুশীলন-সিএসকে-র

আইপিএলের প্রস্তুতি শুরু করছেন ধোনি

চার বারের আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংসের অনুশীলন শুরু শুক্রবার। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুশীলন শুরু করছে তারা। শুক্রবারই চেন্নাই পৌঁছে যাবেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি ছাড়াও আরও অনেক ভারতীয় ক্রিকেটার থাকবেন সেই অনুশীলনে।

চেন্নাইয়ের সিইও কেএস বিশ্বনাথন জানিয়েছেন যে ধোনি শুক্রবার দলের অনুশীলনে যোগ দেবেন। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, “শুক্রবার থেকে অনুশীলন শুরু করছে সিএসকে। ধোনিও শুক্রবার যোগ দেবেন। আরও কিছু ভারতীয় ক্রিকেটার থাকবেন।” ধোনি ছাড়াও অজিঙ্ক রাহানে এবং অম্বাতি রায়ডুর থাকার কথা।

এ বারের নিলামে বেন স্টোকস, কাইল জেমিসনের মতো ক্রিকেটারকে কিনেছে চেন্নাই। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক এবং নিউ জ়িল্যান্ডের পেসারকে দলে নিয়ে তাদের শক্তি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। যদিও জেমিসনের পিঠে চোট রয়েছে। তিনি খেলতে পারবেন কি না তা এখনও জানা যায়নি। জেমিসনের পরিবর্তও ভাবতে শুরু করে দিয়েছে চেন্নাই। সিদ্ধান্ত যদিও ধোনির সঙ্গে কথা বলেই নেওয়া হবে বলে জানিয়েছে সিএসকে।

৩১ মার্চ থেকে শুরু আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি চেন্নাই এবং গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। গ্রুপ বি-তে রয়েছে চেন্নাই। সেই গ্রুপে রয়েছে পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাত টাইটান্স। এই দলগুলির বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে চেন্নাই। অন্য গ্রুপে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপারজায়ান্টস। এই দলগুলির বিরুদ্ধে দু’টি করে ম্যাচ খেলবে চেন্নাই।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

WPL-2023:মহিলাদের-আইপিএলে-শুরুতেই-দাপট-মুম্বইয়ের,গুজরাতকে-১৪৩-রানে-হারাল-হরমনপ্রীতের-মুম্বই Read Next

WPL 2023:মহিলাদের আইপিএলে শুর...