You will be redirected to an external website

RCB vs LSG: বিপর্যয় কাটল না আরসিবির, ঘরের মাঠে টানা হার বিরাটদের

RCB-vs-LSG:-বিপর্যয়-কাটল-না-আরসিবির,-ঘরের-মাঠে-টানা-হার-বিরাটদের

ঘরের মাঠে টানা হার বিরাটদের

উইমেন্স প্রিমিয়ার লিগে স্মৃতিরা চ্যাম্পিয়ন হওয়ার পর ‘এ সালা কাপ নামদু’ বলার সুযোগ হয়েছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও এমন কিছুরই প্রত্যাশা ছিল। তবে মরসুমের প্রথম চার ম্যাচের মধ্যে তৃতীয় হারে প্রত্যাশা ক্রমশ হতাশায় বদলে যাচ্ছে। লিগের যদিও অনেক সময় বাকি। ম্যাচও হাতে রয়েছে। ধারাবাহিকতা নেই। কলকাতা নাইট রাইডার্সের পর ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের কাছে ২৮ রানে হার বিরাটদের।

রান তাড়ায় সুবিধা হবে, এই প্রত্যাশায় টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি। যদিও নিজেদের ভুলেই যেন টার্গেট বাড়তে দিলেন। ফিল্ডিংয়ে হতাশা আরসিবির। কুইন্টন ডিককের মতো প্লেয়ারের ক্যাচ ফেলা কতটা বিপজ্জনক হতে পারে বুঝিয়ে দিলেন। মাত্র ৫৬ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস কুইন্টনের।

গত ম্যাচে লোকেশ রাহুল নেতৃত্ব দেননি। তাঁর ফিটনেস নিয়ে ধোঁয়াশা ছিল। শুধুমাত্র ব্যাটিং করেছিলেন। চিন্নাস্বামীতে নেতৃত্ব দিলেন রাহুল। ব্যাটিংয়ে অবশ্য ভরসা দিতে পারেননি। তবে ডিককের পাশাপাশি শেষ দিকে সহ অধিনায়ক নিকোলাস পুরানের ২১ বলে ৪০ রানের ক্যামিও ইনিংস লখনউকে বড় স্কোর গড়তে সাহায্য করে। আরসিবির টার্গেট ছিল ১৮২ রান। 

গত সংস্করণেও দেখা গিয়েছে আরসিবি ব্যাটিং বিরাট-ডুপ্লেসির উপর অতি নির্ভরশীল। বিরাট, ডুপ্লেসির ব্যাটে বড় রান না আসায় ব্যাকফুটে চলে যায় আরসিবি। শেষ দিকে ১৩ বলে ৩৩ রানে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন ইমপ্যাক্ট প্লেয়ার মহীপাল লোমরোর। ব্যবধান কমলেও টানা হার আটকাতে ব্যর্থ। পাওয়ার প্লে-তে ৩ উইকেট হারিয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি আরসিবি।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

IPL-2024:-জয়ের-হ্যাটট্রিক-কলকাতার,দিল্লির-শাহরুখের-সামনে-হারতে-হল-কলকাতার-সৌরভকে Read Next

IPL 2024: জয়ের হ্যাটট্রিক কলক...