বিশ্বকাপে পাঁচটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেল ইডেন গার্ডেন্স
আগামী বিশ্বকাপে পাঁচটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেল ইডেন গার্ডেন্স । তার মধ্যে রয়েছে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচও। ভারতীয় দলেরও একটি ম্যাচ পেয়েছে ক্রিকেটের নন্দনকানন। প্রসঙ্গত, আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ ।
ইডেনের মাটিতে দু’টি করে ম্যাচ খেলবে প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশ। কোয়ালিফায়ার খেলে আসা দলের বিরুদ্ধে ইডেনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ খেলা হবে ২৮ অক্টোবর। এছাড়াও বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচও রয়েছেন ইডেনে।
রোহিত শর্মা-বিরাট কোহলিরা ইডেনে খেলতে নামবেন ৫ নভেম্বর। কঠিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারতীয় দল। গ্রুপ পর্বে ইডেনের শেষ ম্যাচ খেলা হবে ১২ নভেম্বর। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। ওইদিনই শেষ হচ্ছে ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের খেলা।