You will be redirected to an external website

ইডেনে বসে খেলা দেখতে হলে যেসব বাধা নিষেধ গুলো মেনে চলতে হবে ! নিষেধাজ্ঞা না মানলেই হবে শাস্তি !

ইডেনে-বসে-খেলা-দেখতে-হলে-যেসব-বাধা-নিষেধ-গুলো-মেনে-চলতে-হবে-!-নিষেধাজ্ঞা-না-মানলেই-হবে-শাস্তি-!

খেলার আগে রঙিন হয়ে সেজে উঠেছে ইডেন ! সংগৃহীত ছবি

বৃহস্পতিবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিদের আরসিবির বিরুদ্ধে খেলবে তারা। এই ম্যাচ ঘিরে মানুষের 
উৎসাহ তুঙ্গে উঠেছে। স্টেডিয়াম ভরানোর জন্যে তৈরি দর্শক। তবে স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়ার পরিকল্পনা করলে মেনে চলতে হবে বেশ কিছু বিষয়। না হলে সমস্যায় পড়তে হবে। টিকিটের বারকোড ক্ষতিগ্রস্ত হলে, টিকিট ছেঁড়া থাকলে বা অন্য কোনও ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে স্টেডিয়ামে ঢোকা যাবে না।

টিকিট দেখিয়ে স্টেডিয়ামে যাওয়ার পর যদি কেউ ম্যাচের মাঝপথে বেরিয়ে যান, তা হলে একই টিকিটে আর ঢুকতে পারবেন না।বোতল, লাইটার, টিন বা ক্যান, বাদ্যযন্ত্র, দাহ্যবস্তু, ধাতব পাত্র, বাজি, অস্ত্র, হেলমেট, ব্যাগ বা অন্য ব্যক্তিকে আঘাত করতে পারে এমন কোনও অস্ত্র নিয়ে প্রবেশ করা যাবে না। মাঠে কোনও খাবার নিয়ে ঢোকা যাবে না।জলের বোতল এবং মদ জাতীয় তরল নিয়ে  ঢোকা  নিষিদ্ধ ।  স্টেডিয়ামে ধূমপান করা যাবে না।

বেঙ্গালুরুর মাঠে বিরাট কোহলিকে থামানোর কোনও উত্তর মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ছিল না। ম্যাচ জেতানো ৮২ রানের ইনিংস খেলে ইডেনে নামবেন বিরাট। আইপিএলের শুরুটাই যে ভাবে করেছেন, তাতে বিরাট বুঝিয়ে দিয়েছেন এ বারে তিনি রানের খিদে নিয়েই নেমেছেন। তাতে ইডেনে বিরাটভক্তরা আনন্দ পেতে পারেন কিন্তু চিন্তা হয়ে যাবে চন্দ্রকান্ত পণ্ডিতের দলের

AUTHOR :Rita Ghosh

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

IPL-2023:শনিবারে-জোড়া-ম্যাচ,-মুখোমুখি-রোহিত-ধোনি,-রাজস্থানের-লড়াই-দিল্লির-বিরুদ্ধে Read Next

IPL 2023:শনিবারে জোড়া ম্যাচ, ম...