You will be redirected to an external website

T20 World Cup: বিশ্বকাপে দৌড় শেষ বাংলাদেশের! কার্যত হাল ছেড়ে দিলেন শাকিব

T20-World-Cup:-বিশ্বকাপে-দৌড়-শেষ-বাংলাদেশের!-কার্যত-হাল-ছেড়ে-দিলেন-শাকিব

বিশ্বকাপে দৌড় শেষ বাংলাদেশের!

আগামী মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের ৪৮ ঘণ্টা আগেই শাকিব আল হাসান মেনে নিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আশা নেই বাংলাদেশের।

ভারতের কাছে শনিবার ৫০ রানের হারের পর আর আশা দেখছেন না শাকিব। বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার বলেছেন, ‘‘মনে হয় না ভারতের কাছে হারের পর আমাদের আর সেমিফাইনাল খেলার কোনও সুযোগ আছে। আবার এটাও ঠিক আফগানিস্তানের বিরুদ্ধে সুপার এইটের শেষ ম্যাচে আমাদের একটা সুযোগ রয়েছে। আমরা জয় দিয়ে প্রতিযোগিতা শেষ করতে চাই। আফগানিস্তান খুবই ভাল দল। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ব্যর্থ হল বাংলাদেশ? শাকিবের ব্যাখ্যা, ‘‘ভারত, অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে জিততে হলে নিজেদের সেরা খেলাটা খেলতে হয়। না হলে সম্ভব নয়। আমার মনে হয় সেটা আমরা পারিনি। দক্ষতা এবং শক্তির জায়গাগুলো ঠিক মতো ব্যবহার করতে পারিনি আমরা। প্রতিপক্ষকে চাপে রাখার জন্য যে সাধারণ কাজগুলো করা দরকার, সেগুলো আমরা বেশি ক্ষণ করতে পারিনি। এই বিশ্বকাপে আমাদের ব্যাটিংও প্রত্যাশা পূরণ করতে পারেনি। আমাদের বড় রান করার যথেষ্ট সম্ভাবনা ছিল।

আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় অঙ্কের বিচারে এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে যাওয়ার সুযোগ রয়েছেন নাজমুল হোসেন শান্তর দলের সামনে। কিন্তু জটিল অঙ্কে তেমন আস্থা নেই শাকিবের।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Smriti-Mandhana:-স্মৃতি-মান্ধানার-অনন্য-রেকর্ড,-দক্ষিণ-আফ্রিকাকে-ক্লিনসুইপ-করল-ভারত Read Next

Smriti Mandhana: স্মৃতি মান্ধানার ...