নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলেছে ইংল্যান্ড
সদ্য ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলেছে ইংল্যান্ড। ১৯-এর বিশ্বকাপ ফাইনালের পর এই ফরম্যাটে চার বছর পর মুখোমুখি হয়েছিল দু-দল। এ বার একই মঞ্চে। ফুল ফিট না হওয়ায় প্রথম ম্যাচে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে পাবে না নিউজিল্যান্ড। নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। নেতা বদলেছে ইংল্যান্ড শিবিরে। তবে সেটা পাকাপাকি ভাবে। বিশ্বজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্য়ান অবসর নিয়েছেন। সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেওয়া হয় জস বাটলারকে।
ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। বিশ্বকাপের জন্য অবসর ভেঙে ফিরেছেন। গত বিশ্বকাপ ফাইনালের নায়ক প্রথম ম্যাচে নামতে পারবেন কিনা, ধোঁয়াশা রয়েছে। তাঁর কোমরের চোট পুরোপুরি সেরে ওঠেনি। বিশ্বকাপের পর অস্ত্রোপচারের কথাও রয়েছে। তেমনই ইংল্যান্ড বোলিং লাইন আপ কতটা ফিট রয়েছেন, চিত্রটা পরিষ্কার নয়।
নিউজিল্যান্ড শিবিরে বাড়তি নজর বাঁ হাতি পেসার ট্রেন্ট বোল্টের দিকে। পিচ, পরিস্থিতি, প্রতিপক্ষ যেমনই হোক, নতুন বলে তাঁকে সামলানো চ্যালেঞ্জ। নিউজিল্যান্ড টিমে একঝাঁক চনমনে ক্রিকেটার রয়েছেন। ইংল্যান্ড অবশ্য অভিজ্ঞতায় বেশি জোর দিয়েছে। হয়তো ৫০ ওভারের ফরম্যাট বলেই। দীর্ঘ সময় এই ফরম্যাট থেকে বিরতি নেওয়া জনি বেয়ারস্টো, জো রুট, দাবিদ মালানরা এই দলের অন্যতম ভরসা। নতুন মুখ হ্যারি ব্রুক একাদশে জায়গা পেলে, আকর্ষণের কেন্দ্রে থাকবে।