You will be redirected to an external website

World Cup 2023: বিশ্বকাপে অবশেষে জিতল পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

World-Cup-2023:-বিশ্বকাপে-অবশেষে-জিতল-পাঁচ-বারের-চ্যাম্পিয়ন-অস্ট্রেলিয়া

বিশ্বকাপে অবশেষে জিতল পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

রবিবারই বিশ্বকাপ দেখেছে অঘটন। আফগানিস্তানের কাছে হেরে গিয়েছে ইংল্যান্ড। সোমবার পাঁচ বারের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া হারের হ্যাটট্রিক করতে পারত। হল না তাদের প্রতিপক্ষ দল শ্রীলঙ্কার ব্যর্থতাতেই। শুরুটা ভাল করেও যে ভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল কুশল মেন্ডিসদের ইনিংস, তাতে হারের পিছনে নিজেদের দায়ী করা ছাড়া উপায় নেই শ্রীলঙ্কার। আগে ব্যাট করে ২০৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। 

রবিবার আফগানিস্তান ম্যাচেও দুই ওপেনার দারুণ শুরু করেছিলেন। মাঝের দিকের ব্যাটারেরা ব্যর্থ হলেও শেষের দিকে চালিয়ে খেলে স্কোরবোর্ডে ভাল রান তোলে আফগানরা। একই চিত্রনাট্য দেখা যাচ্ছিল শ্রীলঙ্কার ইনিংসেও। দুই ওপেনার পথুম নিসঙ্ক এবং কুশল পেরেরা দারুণ শুরু করলেন। মিচেল স্টার্ক, জশ হেজলউড এবং প্যাট কামিন্সকে দেখে বোঝাই যাচ্ছিল না তাঁরা পাঁচ বারের বিশ্বজয়ী দলের হয়ে খেলতে নেমেছেন। 

স্টার্কে দু’বার ‘মানকাডিং’-এর প্রচেষ্টা শ্রীলঙ্কার ওপেনারদের আরও তাতিয়ে দেয়। মনে হচ্ছিল লখনউয়ে আবার হারতে হবে অস্ট্রেলিয়াকে। তা অবশ্য হয়নি। দুই ওপেনার ফেরার পরেই শ্রীলঙ্কা ধসে যায়। প্রথমে নিসঙ্ক ফেরেন। কয়েক ওভার গড়াতে না গড়াতেই পেরেরাকেও ফিরতে হয়। শ্রীলঙ্কার হাতে ভাল ব্যাটার ছিল। কেউ টিকতে পারলেন না। দুই ওপেনারের পর চরিত আসালঙ্ক বাদে কেউ দু’অঙ্কের রান করতে পারেননি। অস্ট্রেলিয়ার অ্যাডাম জ়াম্পা ৪৭ রানে ৪ উইকেট নেন।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

World-Cup-2023:-এ-বার-চমকে-দিল-নেদারল্যান্ডস,-৩৮-রানে-হার-দক্ষিণ-আফ্রিকার Read Next

World Cup 2023: এ বার চমকে দিল নেদা...