You will be redirected to an external website

World Cup Qualifier: প্রথম বার বিশ্বকাপে নেই দু’বারের চ্যাম্পিয়নরা

World-Cup-Qualifier:-প্রথম-বার-বিশ্বকাপে-নেই-দু’বারের-চ্যাম্পিয়নরা

প্রথম বার বিশ্বকাপে নেই দু’বারের চ্যাম্পিয়নরা

চলতি বছর এক দিনের ক্রিকেট বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে বিদায় নেওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ়। একটাই সুযোগ ছিল। সুপার সিক্স পর্বে নিজেদের তিনটি ম্যাচই জিততে হত নিকোলাস পুরানদের। কিন্তু প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হেরে গেলেন তাঁরা। তার ফলে বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ব্যর্থ হলেন জেসন হোল্ডাররা। ভারতে খেলতে দেখা যাবে না তাঁদের। বাকি দু’টি ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে।

১৯৭৫ সাল থেকে শুরু হওয়া এক দিনের বিশ্বকাপ ও ২০০৭ সাল থেকে শুরু হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম বার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ়।

গ্রুপ পর্বে জ়িম্বাবোয়ে ও নেদারল্যান্ডসের কাছে হেরে নিজেদের ভাগ্য নিজেরাই কঠিন করে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ়। সুপার সিক্সে যোগ্যতা অর্জন করলেও পুরানদের ঝুলিতে কোনও পয়েন্ট ছিল না। অন্য দিকে জ়িম্বাবোয়ে ও শ্রীলঙ্কা চার পয়েন্ট নিয়ে গিয়েছিল সুপার সিক্সে। 

জবাব রান তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় স্কটল্যান্ড। সেই উইকেটের ফায়দা তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ়। ম্যাথু ক্রস ও ম্যাকুলেনের মধ্যে ১২৫ রানের জুটি হয়। সেই জুটিই হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ়কে। তবে তার জন্য দলের ফিল্ডাররা অনেকটাই দায়ী। এ বারের যোগ্যতা অর্জন পর্বে এই ম্যাচের আগে পর্যন্ত মোট ১৩টি ক্যাচ ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ়। স্কটল্যান্ডের বিরুদ্ধেও পড়েছে দু’টি ক্যাচ। তার খেসারত দিতে হয়েছে দলকে।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

World-Cup-Qualifier:-জ়িম্বাবোয়েকে-হারানোর-পরে-সরাসরি-মূলপর্বে-খেলার-সুযোগ-পেল-শ্রীলঙ্কা Read Next

World Cup Qualifier: জ়িম্বাবোয়েকে হ...