You will be redirected to an external website

World Cup 2023: বিতর্ক উড়িয়ে বিশ্বকাপে দুরন্ত শুরু বাংলাদেশের

World-Cup-2023:-বিতর্ক-উড়িয়ে-বিশ্বকাপে-দুরন্ত-শুরু-বাংলাদেশের

বিশ্বকাপে দারুণ শুরু বাংলাদেশের

বিশ্বকাপে দারুণ শুরু বাংলাদেশের। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দিল বাংলার বাঘেরা। ৫০ ওভারের ফরম্যাটে আফগানিস্তান ভালো দল। আফগানদের লড়াইকে ভয় পায় যে কোনও দলই। সেই আফগানিস্তানকেই হারিয়ে দিল বাংলাদেশ। আফগানরা প্রথমে ব্যাট করে তোলে ১৫৬ রান। পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি আফগানিস্তান। ৩৭.২ ওভারে শেষ হয়ে যায় তারা।

বিশ্বকাপে খেলতে আসার আগে বাংলাদেশের কথা ভেবে দেখুন। সিরিজের মাঝপথে তামিম ইকবাল ঘোষণা করে দেন তিনি অবসর নিচ্ছেন। তাঁর মানভঞ্জন করার জন্য হস্তক্ষেপ করতে হল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বিশ্বকাপে আসার ঠিক আগে আরেকপ্রস্থ নাটক। তামিমকে নিয়ে গৃহযুদ্ধ হল বাংলাদেশের ক্রিকেটে। তামিম বিস্ফোরণ ঘটালেন। অধিনায়ক শাকিব আল হাসান বিস্ফোরক বাঁ হাতি ওপেনারের বিরুদ্ধে মুখ খুললেন। ভারতের মাটিতে আসার পরেও সমস্যা পিছনে ছাড়েনি শাকিবদের। দলের অনুশীলেন চোট পান শাকিব। অনিশ্চিত হয়ে পড়েন আফগানদের বিরুদ্ধে প্রথম ম্যাচে। কিন্তু শাকিব খেললেন শনিবার। বল হাতে তিনটি উইকেট নেন।

বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তানের রাহমানিল্লাহ গুরবাজ ছাড়া কেউই বিশেষ রান করতে পারেননি। গুরবাজ ৬২ বলে ৪৭ রান করেন। বাংলাদেশের বোলারদের সামনে আত্মসমর্পণ করেন আফগানরা। শাকিবের পাশাপাশি মেহেদি হাসান মিরাজও তিনটি উইকেট নেন। ব্যাট হাতেও মেহেদি হাসান সফল। ৫৭ রান করেন তিনি। 

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Neymar-:-কন্যা-সন্তানের-জন্ম-দিলেন-নেইমারের-বান্ধবী-ব্রুনা-বিনাকার্ডি Read Next

Neymar : কন্যা সন্তানের জন্ম ...