You will be redirected to an external website

IPL 2023: আইপিএলে বড় জয় গুজরাতের! দাপটে মুম্বইকে হারালেন হার্দিকরা

IPL-2023:-আইপিএলে-বড়-জয়-গুজরাতের!-দাপটে-মুম্বইকে-হারালেন-হার্দিকরা

আইপিএলে বড় জয় গুজরাতের

হার্দিক পাণ্ড্যের দল মঙ্গলবার রোহিত শর্মার দলকে হারিয়ে দিল ৫৫ রানে। প্রথমে ব্যাট করে ২০৭-৬ তোলে গুজরাত। ওপেনিংয়ে ভাল খেলেন শুভমন গিল। পরে ডেভিড মিলার, অভিনব মনোহর এবং রাহুল তেওটিয়ার সৌজন্যে স্কোর দুশো পেরিয়ে যায়। জবাবে নেহাল ওয়াধেরা বাদে মুম্বইয়ের কোনও ব্যাটারই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। বলে গুজরাতের হয়ে ভাল খেলেন নুর আহমেদ। মুম্বইয়ের ইনিংস শেষ হয় ১৫২-৯ স্কোরে।

মুম্বইয়ের ইনিংস শুরু করতে নেমে দ্বিতীয় ওভারেই ফিরে যান রোহিত শর্মা। হার্দিক পাণ্ড্যের বলের গতি বুঝতে পারেননি। তাঁর ব্যাটের কানায় লেগে বল আকাশে উঠে যায়। ক্যাচ ধরেন হার্দিকই। সেখান থেকে ক্যামেরন গ্রিন এবং ঈশান কিশন হাল ধরেছিলেন। গ্রিনের মারকুটে ব্যাটিংয়ের সৌজন্যে দ্রুত রানও উঠছিল। কিন্তু তাল মেলাতে গিয়ে উইকেট খোয়ালেন ঈশান। রশিদ বলে তাঁর ক্যাচ ধরেন লিটল। একই ওভারে দুরন্ত বলে রশিদ ফিরিয়ে দেন তিলক বর্মা।তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই। তার মাঝেই নুর আহমেদের বল বুঝতে না পেরে সুইপ করতে গিয়ে বোল্ড হন গ্রিন। সেই ওভারেই ছক্কা মারতে গিয়ে আউট হন টিম ডেভিড।

শেষ পাঁচ ওভারে ৭৭ রান তোলে গুজরাত।বলে শুরুটা দারুণ করে মুম্বই। প্রথম ওভারে মাত্র চার রান দেন অর্জুন তেন্ডুলকর। নিজের দ্বিতীয় ওভার বল করতে এসেই তিনি তুলে নেন ঋদ্ধিমান সাহার উইকেট। অর্জুনের বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে যাচ্ছিল। শেষ মুহূর্তে গ্লাভসে লেগে বল উইকেটকিপারের হাতে জমা পড়ে। আম্পায়ার আউট দিলে ঋদ্ধি রিভিউ নেন। তাতে অবশ্য লাভ হয়নি। দেখা যায়, সূক্ষ্ম ভাবে বল তাঁর গ্লাভস স্পর্শ করেছে।শুরুতেই উইকেট পড়ে যাওয়ায় নিজেকে উপরে তুলে আনেন হার্দিক। চালিয়ে খেলছিলেন প্রথম থেকেই।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

ফের-জয়ে-কলকাতা,-কোহলিদের-২১-রানে-হারাল-নাইটরা Read Next

ফের জয়ে কলকাতা, কোহলিদের ...