You will be redirected to an external website

IPL 2024: আইপিএলে হারের হ্যাটট্রিক হার্দিকের মুম্বইয়ের, পয়েন্ট তালিকায় শীর্ষে রাজস্থান

IPL-2024:-আইপিএলে-হারের-হ্যাটট্রিক-হার্দিকের-মুম্বইয়ের,-পয়েন্ট-তালিকায়-শীর্ষে-রাজস্থান

ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয় মুম্বই ইন্ডিয়ান্সের

আইপিএলে কোনও কিছুই যেন ঠিকঠাক হচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্সের। টানা তিন ম্যাচ হেরে প্রতিযোগিতার শুরুতেই চাপে হার্দিক পাণ্ড্যর দল। সোমবার ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল মুম্বই। ওয়াংখেড়ের ২২ গজে রাজস্থান রয়্যালসের কাছে ৬ উইকেটে হেরে গেল মুম্বই। 

ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয় মুম্বই ইন্ডিয়ান্সের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রত্যাশিত লড়াই করতে পারলেন না হার্দিকের দলের ব্যাটারেরা। ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চহালদের বল সামলাতে হিমশিম অবস্থা হল মুম্বইয়ের ব্যাটারদের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। ঘরের চেনা ২২ গজে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না মুম্বই। ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারালেন হার্দিকেরা। ওপেন করতে নেমে ঈশান কিশন ১৪ বলে ১৬ রান করলেও, মুম্বইয়ের তিন ব্যাটার পর পর ফিরলেন শূন্য রানে। ঈশান মারলেন ২টি চার এবং ১টি ছক্কা। অপর ওপেনার রোহিত শর্মা, তিন নম্বরে নামা নমন ধীর এবং চার নম্বরে নামা ডেওয়াল্ড ব্রেভিস কোনও রান করতে পারলেন না। কিউয়ি জোরে বোলার বোল্ট হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করলেন।

২০ রানে ৪ উইকেট হারানোর পর মুম্বইয়ের ইনিংসের হাল ধরেন তিলক বর্মা এবং হার্দিক। পঞ্চম উইকেটের জুটিতে তাঁরা তুললেন ৫৬ রান। তিলকের ব্যাট থেকে এল ২৯ বলে ৩২ রানের ইনিংস। মারলেন দু’টি ছক্কা। মুম্বই অধিনায়ক করলেন ২১ বলে ৩৪। হার্দিকের ব্যাট থেকে এল ৬টি চার। রান পেলেন না পীযূষ চাওলাও (৩), জেরাল্ড কোয়েৎজ়েরাও (৪)। শেষ দিকে কিছুটা লড়াই করলেন টিম ডেভিড। ২৪ বলে ১টি চারের সাহায্যে ১৭ রান করলেন তিনি। 

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

RCB-vs-LSG:-বিপর্যয়-কাটল-না-আরসিবির,-ঘরের-মাঠে-টানা-হার-বিরাটদের Read Next

RCB vs LSG: বিপর্যয় কাটল না আরস...