You will be redirected to an external website

World Cup 2023:ব্যর্থ হল প্রচেষ্টা, রবিবারের ম্যাচ থেকে ছিটকেই গেলেন হার্দিক

World-Cup-2023:ব্যর্থ-হল-প্রচেষ্টা,-রবিবারের-ম্যাচ-থেকে-ছিটকেই-গেলেন-হার্দিক

রবিবারের ম্যাচ থেকে ছিটকেই গেলেন হার্দিক

বাংলাদেশের বিরুদ্ধে চোট পাওয়ার পরেই তৈরি হয়েছিল আশঙ্কা। শুক্রবার দুপুরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়ে দিল, আগামী রবিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন না হার্দিক পাণ্ড্য। চিকিৎসার জন্য হার্দিককে নিয়ে যাওয়া হয়েছে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। 

বিসিসিআই সূত্রে খবর, হার্দিকের চোট খুব গুরুতর নয়। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে না পারলেও ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে। রোহিত শর্মারা জস বাটলারদের বিরুদ্ধে খেলবেন ২৯ অক্টোবর। বৃহস্পতিবার নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পান হার্দিক। আর মাঠে ফিরতে পারেননি। মাত্র ৩ বল করেই উঠে যান। ম্যাচ চলাকালীনই তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল স্ক্যান করানোর জন্য।

স্ক্যানের রিপোর্ট দেখে চিকিৎসকেরা হার্দিককে চার থেকে পাঁচ দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। বিসিসিআই জানিয়েছে, ‘‘মেডিক্যাল টিমের সদস্যেরা হার্দিকের চোটের পরিস্থিতি খতিয়ে দেখছেন। ওঁকে ২০ অক্টোবর ধর্মশালায় পাঠানো হচ্ছে না দলের সঙ্গে। ইংল্যান্ড ম্যাচের আগে হার্দিক সরাসরি লখনউয়ে দলের সঙ্গে যোগ দেবেন।’’

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, হার্দিকের চিকিৎসার দায়িত্বে রয়েছেন ইংল্যান্ডের এক চিকিৎসক। বেঙ্গালুরুতে হার্দিককে ব্যথা কমানোর জন্য একটি ইঞ্জেকশন দেওয়া হবে। 

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

World-Cup-2023:-ওয়ার্নার-মার্শ-জুটির-দাপটে-বিশ্বকাপে-দ্বিতীয়-জয়-অস্ট্রেলিয়ার Read Next

World Cup 2023: ওয়ার্নার-মার্শ জু...