You will be redirected to an external website

আমবাদাবাদে আইপিএল ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি রোহিত-হার্দিকরা

আমবাদাবাদে-আইপিএল-ফাইনালে-ওঠার-লড়াইয়ে-মুখোমুখি-রোহিত-হার্দিকরা

ঘরের মাঠে জয়ে ফেরাই লক্ষ্য হার্দিকদের

প্রতিযোগিতার অন্যতম দুই দলের মধ্যে লড়াই ফাইনালে যাওয়ার। লিগ পর্বে শীর্ষে শেষ করা গুজরাতের পারফরম্যান্স শেষ দু’টি ম্যাচে আশানুরূপ হয়নি। আবার প্রথম দু’টি ম্যাচ হেরে অভিযান শুরু করা মুম্বই প্রতিযোগিতার মাঝামাঝি পর্যায় থেকে ছন্দ ফিরে পেয়েছে।

শুক্রবার আমদাবাদের ২২ গজে দু’দলকেই চিন্তায় রাখতে পারে ব্যাটিং। উপরের দিকের একাধিক ব্যাটারের ধারাবাহিকতার সমস্যা রয়েছে। মুম্বই অধিনায়ক নিজে সেরা ছন্দে নেই। আরেক ওপেনিং ব্যাটার ঈশান কিশনও নিয়মিত রান পাচ্ছেন না। ক্যামেরন গ্রিন, তিলক বর্মাদের উপর অনেকটাই নির্ভর করছে মুম্বইয়ে ইনিংস। সূর্যকুমার যাদবের রানে ফেরা মুম্বইয়ের জন্য ইতিবাচক দিক হলে গুজরাতের সুবিধা শুভমন গিলের অনবদ্য ছন্দ। আর ৯ রান করলেই তিনি আইপিএলের কমলা টুপি জয়ের দৌড়ে শীর্ষে চলে আসবেন। যদিও আর এক ওপেনার ঋদ্ধিমান সাহার ব্যাটে নিয়মিত রান আসছে না। অধিনায়ক হার্দিকও ব্যাট হাতে সেরা ছন্দে নেই। লোয়ার মিডল অর্ডারে নেমে দলের ইনিংস টানছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান।

শুক্রবারের ম্যাচে মূল লড়াই হতে পারে মুম্বইয়ের মিডল অর্ডারের সঙ্গে গুজরাতের বোলিংয়ের। রশিদ ছাড়াও মহম্মদ শামি, নুর আহমেদ, মোহিত শর্মারা ভাল ছন্দে রয়েছেন। শামি এবং রশিদ দু’জনেই আইপিএলের বেগনি টুপির লড়াইয়ে আছেন। গুজরাতের প্রায় সব বোলারই ভাল ছন্দে রয়েছেন। অধিনায়ক হার্দিক তাঁদের কাছে আরও একটু ভাল পারফরম্যান্স আশা করছেন নকআউট পর্বে। সে কথা প্রকাশ্যেই বলেছেন।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

গিলের-অবিশ্বাস্য-ইনিংসে-স্বপ্নভঙ্গ-রোহিতের,ফাইনালে-ধোনির-চেন্নাইয়ের-সামনে-হার্দিক Read Next

গিলের অবিশ্বাস্য ইনিংসে...