You will be redirected to an external website

IPL 2023: ইডেনে শতরান করলেন হ্যারি ব্রুক,ভারতীয় ক্রিকেট সমর্থকদের সপাটে জবাব

IPL-2023:-ইডেনে-শতরান-করলেন-হ্যারি-ব্রুক,ভারতীয়-ক্রিকেট-সমর্থকদের-সপাটে-জবাব

ইডেনে শতরান করলেন হ্যারি ব্রুক

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৫৫ বলে ১০০ করেন ব্রুক। ইংরেজ ব্যাটারের দাপটে ২২৮ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। ব্রুক নিজের জাত চেনালেন শুক্রবার। ১২টি চার এবং তিনটি ছক্কা মারা ব্রুক বলেন, “দুর্দান্ত দর্শক। দারুণ উপভোগ করলাম। নিজের উপর চাপ নিয়ে ফেলেছিলাম একটু। সমাজমাধ্যমে দেখছিলাম যে, আমাকে খারাপ বলা হচ্ছে। সমালোচনা করা হচ্ছে। এ বার অনেক ভারতীয় ক্রিকেট সমর্থক আমাকে ভাল বলবেন। গত কয়েক দিন ধরে যদিও তাঁরা আমাকে কটাক্ষ করছিলেন। সত্যি বলতে, ভাল লাগছে তাঁদের মুখ বন্ধ করতে পেরে।”

হায়দরাবাদ ১৩ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে কেনে ব্রুককে। এর আগে এত বেশি টাকা দিয়ে কখনও কোনও ক্রিকেটার কেনেনি হায়দরাবাদ। ২০১৬ সালের আইপিএলজয়ীরা বুঝিয়ে দিলেন কেন এত টাকা খরচ করে ব্রুককে কেনা হয়েছে।

ইডেনে শতরান করলেন হ্যারি ব্রুক। কিন্তু সেই রান তাঁর কাছে ভারতীয় ক্রিকেট সমর্থকদের সপাটে জবাব। এমনটাই জানালেন ইংরেজ ব্যাটার। বেশ কিছু দিন ধরে তাঁকে কটাক্ষ শুনতে হচ্ছিল ভারতীয় সমর্থকদের থেকে।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের �...

কবে-মাঠে-ফিরছেন-বুমরা-শ্রেয়স?বিসিসিআই-দু'জনকে-নিয়ে-দিল-বড়-আপডেট Read Next

কবে মাঠে ফিরছেন বুমরা-শ্�...

Related News