তাঁর গাড়ি যিনি বিক্রি করে দেন তিনি দুর্নীতিতে যুক্ত ছিলেন বলে অভিযোগ ওঠে।
অন্য সেলিব্রেটিদের মতো তাঁরও দামী গাড়ি কেনার খুব শখ। কয়েক বছর আগে পর্যন্ত বিরাট কোহলির গ্যারাজে একাধিক দেশি-বিদেশী গাড়ি ছিল। তবে ইদানীং সেই গাড়ির সংখ্যা অনেক কমে গিয়েছে। নিজেই এমন তথ্য সামনে আনলেন 'কিং কোহলি' । কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মহাতারকা? আইপিএল শুরু হওয়ার আগে চলে সেই বিষয়ে আপডেট।গাড়ির শখ তাঁর বরাবরই। গ্যারাজে বিভিন্ন সময়ে দামি গাড়ি দেখা গিয়েছে। সেই গাড়ি নিয়ে সমাজমাধ্যমে বহু পোস্টও দিয়েছেন বিরাট কোহলি। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক জানালেন, এখন তাঁর গ্যারাজে খুবই কম গাড়ি রয়েছে। বাকি সব গাড়ি বিক্রি করে দিয়েছেন তিনি। কোহলির এই মন্তব্যে কৌতূহল তৈরি হয়েছে। কেন হঠাৎ এত গাড়ি বিক্রি করে দিলেন তিনি?আরসিবির ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়োয় কোহলি বলেছেন, “আমার বেশির ভাগ গাড়িই ঝোঁকের বশে কেনা। খুব কমই সেই গাড়িগুলো চালিয়েছি বা চেপে কোথাও গিয়েছি। একটা সময়ের পরে মনে হয়েছিল, এ ভাবে গাড়ি কিনতে থাকার কোনও মানে নেই। তাই বেশির ভাগ গাড়িই বিক্রি করে দিয়েছি। এখন সেগুলোই রয়েছে, যেগুলো আমাদের দরকার।”এরআগে একটি সাক্ষাৎকারে বিরাট জানিয়েছিলেন তাঁর প্রথম গাড়ি টাটা সাফারি। যেটা তিনি ২০০৮ সালে কেনেন। এছাড়া তিনি SUV ভালোবাসেন। সেখানে পুরো মিউজিক সিস্টেম লাগিয়ে চড়তে ভালোবাসেন তিনি। ২০২০ সালে তাঁর প্রথম অডিকে দিল্লির থানায় দেখা গিয়েছিল। তিনি ২০১২ সালে অডির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন ও একটি গাড়ি কেনে। এরপর ২০১৬ সালে সেটি বিক্রি করে দেন। তাঁর গাড়ি যিনি বিক্রি করে দেন তিনি দুর্নীতিতে যুক্ত ছিলেন বলে অভিযোগ ওঠে।