You will be redirected to an external website

Mohammed Siraj: ৬ উইকেটের পুরস্কার ৪ লক্ষ ১৫ হাজার টাকা,পুরোটাই ফিরিয়ে দিয়েছেন ভারতীয় পেসার

Mohammed-Siraj:-৬-উইকেটের-পুরস্কার-৪-লক্ষ-১৫-হাজার-টাকা,পুরোটাই-ফিরিয়ে-দিয়েছেন-ভারতীয়-পেসার

ম্যাচ জিতে ৪ লক্ষ ১৫ হাজার টাকা পেয়েছেন তিনি

মাঠে ভারতের হয়ে আগুন ঝরিয়েছেন তিনি। মহম্মদ সিরাজের গতিতে ধরাশায়ী হয়েছে শ্রীলঙ্কা। ফাইনালে মাত্র ৫০ রানে অল আউট হয়ে গিয়েছে তারা। ম্যাচের সেরা হয়েছেন সিরাজ। ম্যাচ জিতে ৪ লক্ষ ১৫ হাজার টাকা পেয়েছেন তিনি। পুরস্কারের সেই টাকা পুরোটাই ফিরিয়ে দিয়েছেন সিরাজ। কলম্বোর মাঠকর্মীদের সেই টাকা দিয়ে দিয়েছেন তিনি। ভারতীয় বোলারের মতে, মাঠকর্মীদের জন্যই বৃষ্টির মধ্যেই খেলা সম্ভব হয়েছে। তাই নিজের পুরস্কার মূল্য তাঁদের হাতে তুলে দিয়েছেন সিরাজ।

ম্যাচ শেষে সেরার পুরস্কার নিতে গিয়ে শেষে সিরাজ বলেন, ‘‘এই পুরস্কার কলম্বোর মাঠকর্মীদের প্রাপ্য। ওঁরা না থাকলে এই প্রতিযোগিতা আয়োজন করাই যেত না। তাই এই টাকা ওঁদের হাতে তুলে দিতে চাই।’

শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের সিম বদলে ফেলেছিলেন সিরাজ। ভারতীয় পেসার বলেন, ‘‘আমি সাধারণত ক্রস সিমে বল করি। কিন্তু এই ম্যাচে সিম ধরে বল করছিলাম। তাই ইনসুইংয়ের থেকে আউটসুইং বেশি হচ্ছিল। সেটাই কাজে লাগিয়েছে। বেশির ভাগ ব্যাটার আউটসুইংয়ে আউট হয়েছে। আমার স্বপ্ন সত্যি হয়েছে।’’

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Asia-Cup-2023:-৩৭-বলে-খেলা-শেষ,-২৬৩-বল-বাকি-থাকতে-এশিয়া-কাপ-চ্যাম্পিয়ন-রোহিতেরা Read Next

Asia Cup 2023: ৩৭ বলে খেলা শেষ, ২৬৩...