You will be redirected to an external website

World Cup Celebration: ‘মাটি খেতে কেমন লাগে?’ মোদীর প্রশ্ন রোহিতকে

World-Cup-Celebration:-‘মাটি-খেতে-কেমন-লাগে?’-মোদীর-প্রশ্ন-রোহিতকে

‘মাটি খেতে কেমন লাগে?’ মোদীর প্রশ্ন রোহিতকে

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে বৃহস্পতিবার ভোরবেলায় দেশে ফিরেছে ভারতীয় দল। দিল্লি বিমানবন্দরে পা রেখে কিছু ক্ষণ বিশ্রাম নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যান ভারতীয় ক্রিকেটারেরা। সেখানেই প্রধানমন্ত্রী কিছু প্রশ্ন করেন ভারতীয় ক্রিকেটারদের। 

ফাইনালে জেতার পর বার্বাডোজ়ের পিচের মাটি খেতে দেখা গিয়েছিল রোহিতকে। এক সংবাদমাধ্যমের দাবি, অধিনায়ককে মোদী প্রশ্ন করেন, মাটি খেতে কেমন লাগে? গোটা প্রতিযোগিতায় সে ভাবে রান না পেলেও ফাইনালে ভাল খেলেছিলেন কোহলি। ভারতীয় ক্রিকেটারকে মোদী প্রশ্ন করেন, বড় ম্যাচের আগে কী ধরনের ভাবনাচিন্তা নিয়ে মাঠে নামেন। অক্ষর পটেলকে প্রশ্ন করা হয়, ফাইনালে কঠিন সময়ে যখন তাঁকে উপরের দিকে ব্যাট করতে নামানো হয়েছিল, তখন কী ভাবছিলেন তিনি?

ফাইনালে দক্ষিণ আফ্রিকার জিততে ৩০ বলে ৩০ রান দরকার ছিল। সেই সময় মাথা ঠান্ডা রেখে বল করেছিলেন যশপ্রীত বুমরা। সেই সম্পর্কে মোদী বুমরাকে প্রশ্ন করেন, সেই পরিস্থিতিতে বুমরার মাথায় কী ঘুরছিল। হার্দিক পাণ্ড্যকে তাঁর সার্বিক পারফরম্যান্স নিয়ে জিজ্ঞাসা করা হয়। নাটকীয় মুহূর্ত আসে সূর্যকুমার যাদবের বেলায়। প্রধানমন্ত্রী এবং বাকি সকলের সামনেই ক্যাচ ধরার সেই সাত সেকেন্ডের মুহূর্তের বর্ণনা দিতে হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে ক্রিকেটারদের সাক্ষাতের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

World-Cup-:-বিরাট-খেলেন-ছোলে-ভাটুরে,-রোহিতের-জন্য-বড়া-পাও,কী-কী-ছিল-বিশ্বজয়ীদের-মেনুতে Read Next

World Cup : বিরাট খেলেন ছোলে-ভা...