You will be redirected to an external website

IPL 2024: কত দিন আইপিএলে দেখা যাবে ক্রিকেটার ধোনিকে?জানিয়ে দিলেন তাঁরই এক বন্ধু

IPL-2024:-কত-দিন-আইপিএলে-দেখা-যাবে-ক্রিকেটার-ধোনিকে?জানিয়ে-দিলেন-তাঁরই-এক-বন্ধু

কত দিন আইপিএলে দেখা যাবে ক্রিকেটার ধোনিকে

ক্রিকেটপ্রেমীদের একাংশের ধারণা ২০২৪ সালে খেলে অবসর নিতে পারেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। ধোনির অত্যন্ত ঘনিষ্ঠ এক জন আইপিএল শুরুর আগে জানিয়ে দিলেন, আর কত দিন ফ্র্যাঞ্চাইজ়ি টি-টোয়েন্টি লিগে দেখা যাবে চেন্নাই অধিনায়ককে।

গত বছর ধোনির নেতৃত্বে পঞ্চম বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। এ বারও তিনি নেতৃত্ব দেবেন চেন্নাইকে। গত বার হাঁটুর চোট নিয়ে খেলেছিলেন ধোনি। অস্ত্রোপচারের পর এ বার তিনি ফিট। চেন্নাই অধিনায়কের ফিটনেসই আশাবাদী করছে তাঁর ছেলেবেলার বন্ধু পরমজিৎ সিংহকে।

রাঁচীতে পরমজিতের একটি ক্রীড়া সরঞ্জামের দোকান রয়েছে। এক সময় ধোনিকে সাহায্য করেছিলেন তিনি। বন্ধুর উপকার ভোলেননি ভারতের প্রাক্তন অধিনায়ক। কিছু দিন আগেই পরমজিতের সংস্থার স্টিকার ব্যাটে লাগিয়ে অনুশীলন করেছেন। যে ভিডিয়ো ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে। 

ধোনি যেখানেই থাকুন, পরমজিতের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। প্রিয় বন্ধুকে নিয়ে গর্বিত পরমজিতও। তিনি বলেছেন, ‘‘আমার মনে হয় না আইপিএলে এটাই ধোনির শেষ মরসুম। এখনও যথেষ্ট ফিট ধোনি। আমার তো মনে হয়, আরও এক বা দু’বছর অনায়াসে খেলতে পারবে। আরও একটা বছর তো খেলবেই। 

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

India-vs-England:-রোহিতের-চোট,-তৃতীয়-দিন-ফিল্ডিং-করছেন-না-ভারত-অধিনায়ক Read Next

India vs England: রোহিতের চোট, তৃতী...