You will be redirected to an external website

বিরাট-গম্ভীর লড়াই আর নয়, প্লে-অফে ধোনি, হার্দিকদের সঙ্গে জায়গা করলেন রোহিতরা

বিরাট-গম্ভীর-লড়াই-আর-নয়,-প্লে-অফে-ধোনি,-হার্দিকদের-সঙ্গে-জায়গা-করলেন-রোহিতরা

প্লে-অফে ধোনি, হার্দিকদের সঙ্গে জায়গা করলেন রোহিতরা

বিবার লড়াই ছিল শেষ দলটি কে হবে। প্রথম ম্যাচে মুম্বই জিতে যাওয়ার পরেও বোঝা যাচ্ছিল না কাদের বিরুদ্ধে খেলতে হবে লখনউকে। সেটার জন্য অপেক্ষা করতে হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ পর্যন্ত। হেরে গিয়ে গৌতম গম্ভীরদের দলের বিরুদ্ধে খেলা হল না বিরাট কোহলিদের।

গুজরাত ২০ পয়েন্ট লিগ তালিকায় শীর্ষ স্থানে শেষ করল। দ্বিতীয় স্থানে রইল চেন্নাই। এই দুই দল মঙ্গলবার একে অপরের মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে। চেন্নাইয়ের মাটিতে হবে সেই ম্যাচ। তৃতীয় স্থানে রইল লখনউ সুপার জায়ান্টস। ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে মুম্বই ইন্ডিয়ান্স। এই দুই দল খেলবে এলিমিনেটর। বুধবার হবে সেই ম্যাচ। চেন্নাইয়েই হবে সেই খেলা।

আইপিএলের প্লে-অফের নিয়ম অনুযায়ী প্রথম কোয়ালিফায়ার যে দল জিতবে তারা সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। এলিমিনেটরে যে দল হারবে তারা ছিটকে যাবে। জয়ী দল খেলবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের সঙ্গে। সেই দ্বিতীয় কোয়ালিফায়ার হবে আমদাবাদে। শুক্রবার হবে সেই ম্যাচ। আইপিএলের ফাইনাল ২৮ মে, অর্থাৎ আগামী রবিবার।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

লখনউকে-হারিয়ে-আইপিএলে-খেতাবের-দৌড়ে-রোহিতের-মুম্বই... Read Next

লখনউকে হারিয়ে আইপিএলে খ...