You will be redirected to an external website

World Cup 2023: ভারত-পাকিস্তান ম্যাচেও ভরল না আমদাবাদের মাঠ,কেন এমন হল?

World-Cup-2023:-ভারত-পাকিস্তান-ম্যাচেও-ভরল-না-আমদাবাদের-মাঠ,কেন-এমন-হল?

ভারত-পাকিস্তান ম্যাচেও ভরল না আমদাবাদের মাঠ

আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১ লক্ষ ৩২ হাজার দর্শক ধরে। গুজরাত ক্রিকেট সংস্থা দাবি করেছিল, ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর অনেক আগে থেকেই ভরে যাবে স্টেডিয়াম। একটি আসনও ফাঁকা থাকবে না।

ম্যাচ শুরু হওয়ার সময় মাঠে যা দর্শক ছিল তা হিসাব করলে ১ লক্ষের বেশিই হবে। অন্য কোনও মাঠ হলে অবশ্য তেমন হত না। কারণ, ভারতের বাকি মাঠগুলির মধ্যে ইডেনে ৬৩ হাজার দর্শক বসতে পারেন। সেই মাঠের দর্শক সংখ্যার থেকেও বেশি দর্শক থাকার পরেও আমদাবাদে অনেক আসন খালি পড়ে রয়েছে।

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট অনেক আগে থেকে বিক্রি করা হচ্ছে। প্রথম ধাপে অনলাইনে আধ ঘণ্টার মধ্যে টিকিট শেষ হয়ে যায়। পরে আরও দু’টি ধাপে টিকিট বিক্রি করা হয়। সেগুলিও বিক্রি হয়ে গিয়েছে বলেই জানানো হয়।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

World-Cup-2023-:-ইংল্যান্ডকে-হারিয়ে-বিশ্বকাপের-পয়েন্ট-টেবলে-বিরাট-লাফ-আফগানিস্তানের Read Next

World Cup 2023 : ইংল্যান্ডকে হারি...