You will be redirected to an external website

Asia Cup 2023: এশিয়া কাপে আরও এক বার মুখোমুখি ভারত-পাকিস্তান

Asia-Cup-2023:-এশিয়া-কাপে-আরও-এক-বার-মুখোমুখি-ভারত-পাকিস্তান

এশিয়া কাপে আরও এক বার মুখোমুখি ভারত-পাকিস্তান

আট দিন আগে যখন দু’দল মুখোমুখি হয়েছিল তখন পরিস্থিতি অন্য রকম ছিল। তার আগের ম্যাচেই বড় জয় পেয়ে আত্মবিশ্বাসী ছিল পাকিস্তান। অন্য দিকে সেটাই ছিল এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ। সেই ম্যাচে শুরুতেই সমস্যায় পড়েছিল ভারত। পাকিস্তানের পেসারদের সামনে ভেঙে পড়েছিল দলের টপ অর্ডার। এ বার পরিস্থিতি আলাদা। দু’দলই সুপার ফোরে উঠেছে। রবিবার ভারত ও পাকিস্তানের সামনে লক্ষ্য থাকবে ফাইনালের পথে এক পা বাড়ানো। আর সেই ম্যাচে রোহিত শর্মারা চাইবেন আট দিন আগের দুঃস্বপ্ন ভুলে নামতে। 

পাকিস্তানের বিরুদ্ধে গত কয়েক বছরে বার বার সমস্যায় পড়েছে ভারতের টপ অর্ডার। বাঁ হাতি পেসারদের সামনে নড়বড়ে দেখিয়েছে রোহিত, বিরাটদের। মহম্মদ আমির থেকে পাকিস্তানের বাঁ হাতি বোলিংয়ের ব্যাটন এখন শাহিন শাহ আফ্রিদির হাতে। তিনি নতুন বলে কতটা ভয়ঙ্কর হতে পারেন তা আগের ভারত-পাক ম্যাচেই দেখিয়েছেন। চার উইকেট নিয়েছেন। রোহিত ও বিরাটকে আউট করে ভারতকে সব থেকে বড় ধাক্কা দিয়েছেন। ভারতীয় ব্যাটারদের দেখে মনে হয়েছে শাহিনের সামনে ভয়ে ভয়ে খেলছেন। বাঁ হাতি পেসারের সমস্যা কাটিয়ে উঠতে হবে রোহিতদের।

তবে শুধু শাহিন নয়, হ্যারিস রউফ ও নাসিম শাহও ভয়ঙ্কর। পাকিস্তানের এই তিন পেসার আগের ম্যাচে ভারতের ১০টি উইকেটই নিয়েছেন। রউফের গতি ও নাসিমের লাইন লেংথেরও মোকাবিলা করতে হবে ভারতীয় ব্যাটারদের। এক বার পেসারদের মোকাবিলা করতে পারলে রান করাটা সহজ হবে ভারতের। কারণ, পাকিস্তানের দুর্বল জায়গা তাদের স্পিন বোলিং। তাই মাঝের ওভারে রান করতে ততটা সমস্যা না-ও হতে পারে। তবে পেসারদের সামনে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে ভারতীয় ব্যাটারদের। নইলে আগের ম্যাচের ছবি আরও এক বার দেখা যেতে পারে।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের �...

Rohit-Sharma:-পাকিস্তানের-বিরুদ্ধে-হাফসেঞ্চুরি,সচিনের-রেকর্ড-ছুঁলেন-রোহিত Read Next

Rohit Sharma: পাকিস্তানের বিরুদ�...

Related News