You will be redirected to an external website

দ্বিতীয় টি-টোয়েন্টিতে হার, ব্যাটিং ব্যর্থতায় ডুবলেন হরমনেরা

দ্বিতীয়-টি-টোয়েন্টিতে-হার,-ব্যাটিং-ব্যর্থতায়-ডুবলেন-হরমনেরা

দ্বিতীয় ম্যাচে ব্যর্থ ভারতের ব্যাটিং

দ্বিতীয় ম্যাচে ব্যর্থ ভারতের ব্যাটিং। মাত্র ১৩০ রানে শেষ হয়ে গেল হরমনপ্রীত কৌরদের ইনিংস। এক ওভার বাকি থাকতেই জয়ের রান তুলে নিল অস্ট্রেলিয়া।

রবিবার প্রথমে ব্যাট করে ভারত। শেফালি বর্মা মাত্র ১ রান করে আউট হয়ে যান। সেই শুরু ভারতের উইকেটপতন। জেমাইমা রদ্রিগেজ, স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌরেরা এলেন এবং আউট হলেন। কেউই খুব বেশি রান করতে পারলেন না। শেষ বেলায় দীপ্তি শর্মা ৩০ রান না করলে আরও বড় লজ্জার মুখে পড়ত ভারতের ব্যাটিং। ১৩০ রানে শেষ হয়ে যায় ভারত।

ওই রান নিয়ে খুব বেশি লড়াই করতে পারেননি তিতাস সাধুরা। আগের ম্যাচে ৪ উইকেট নেওয়া তিতাস এই ম্যাচে কোনও উইকেট পাননি। উইকেট পাননি রেণুকা সিংহও। অস্ট্রেলিয়ার দুই ওপেনার এলিসা হিলি এবং বেথ মুনি ৫১ রানের জুটি গড়েন। এর পর তাহলিয়া ম্যাকগ্রা এলিসে পেরি ৪১ রানের জুটি গড়ে জয় প্রায় নিশ্চিত করেন। 

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Mohammed-Shami:-স্বপ্নপূরণ-শামির,অনবদ্য-পারফরম্যান্সের-জন্য-অর্জুন-পুরস্কার-পেলেন-শামি Read Next

Mohammed Shami: স্বপ্নপূরণ শামির,...