টি২০ বিশ্বকাপের আগে বিরাট চিন্তা ভারতের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ় জয়ের পরের দিনই বড় ধাক্কা খেল ভারতীয় দল। বড় চোট পেলেন সূর্যকুমার যাদব। অন্তত সাত সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন তিনি। ভারতীয় বোর্ডের তরফে আনুষ্ঠানিক ভাবে এই খবর এখনও জানানো হয়নি।
সংবাদ সংস্থার খবর অনুযায়ী, সূর্য চোট পেয়েছেন গত সপ্তাহে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে শতরান করে দলকে জেতান তিনি। সেই ম্যাচেই ফিল্ডিং করার সময় গোড়ালি ঘুরে যায় তাঁর। একটি বল ধরতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন। তখন অসুবিধা হয়নি। কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর গত সপ্তাহে স্ক্যান করান তিনি।
আফগানিস্তান সিরিজ় থেকে যে ও ছিটকে গিয়েছে এটা বলাই যায়। টেস্ট দলে এখনই ওর নির্বাচিত হওয়ার সম্ভাবনা নেই। তাই চোট সেরে ওঠার পর মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলে ও দেখি নিতে পারে যে আইপিএলে নামতে পারবে কি না।” তৃতীয় টি-টোয়েন্টির পর যখন সূর্যকে চোট নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি বলেছিলেন, “বেশ ভাল আছি। হাঁটতেও পারছি। কোনও অসুবিধা হচ্ছে না।”
হার্দিকের চোট নিয়ে বোর্ডের ওই সূত্রের দাবি, “হার্দিকের চোট নিয়ে এখনও পর্যন্ত কোনও খবর নেই। আইপিএল শেষ হওয়ার আগে ওকে পাওয়া যাবে কি না, সেটা নিয়ে বড় সড় প্রশ্নচিহ্ন রয়েছে।”