ডাকওয়ার্থ লুইস নিয়মে আয়ারল্যান্ডকে হারাল ভারত
ভারত-আয়ারল্যান্ড সিরিজ়ে সবার নজর ছিল এক জনের উপর। যশপ্রীত বুমরা। চোট সারিয়ে ১১ মাস পরে ভারতীয় দলে ফিরেছেন। অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্বকাপের আগে বুমরা কেমন খেলেন সে দিকেই নজর ছিল সবার। প্রথম ম্যাচে লেটার মার্কস নিয়ে পাশ করলেন বুমরা। প্রথম ওভারেই নিলেন জোড়া উইকেট। সেখানেই ম্যাচের ছন্দ বেঁধে দিলেন তিনি। ভাল বল করার পাশাপাশি অধিনায়ক হিসাবে সামনে থেকে নেতৃত্ব দিলেন তিনি। বুমরাকে সাহায্য করলেন দলের বাকি বোলারেরা।
মেঘলা পরিবেশে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বুমরা। এই ম্যাচে ভারতের হয়ে অভিষেক হল রিঙ্কু সিংহ ও প্রসিদ্ধ কৃষ্ণর। প্রথমে ওভারে বল হাতে নেন বুমরা। তাঁর প্রথম বলে চার মারেন অ্যান্ড্রু বালবির্নি। দ্বিতীয় বলেই অবশ্য বদলা নেন বুমরা। বালবির্নিকে বোল্ড করেন তিনি। সেই ওভারেই লোরকান টাকারকে ফেরান বুমরা। প্রথম ওভারে বুমরার বোলিং দেখে মনে হল এখনও পুরো গতিবেগে বল করতে পারছেন না তিনি। কিন্তু বলের লাইন ও লেংথ ঠিক রয়েছে। ব্যাটারদের শরীর লক্ষ্য করে বল করছিলেন তিনি। হাত খুলে খেলার সুযোগ দিচ্ছিলেন না।
বুমরার পাশাপাশি নজর কাড়লেন প্রসিদ্ধ। তিনিও চোট সারিয়ে ফিরছেন। টি-টোয়েন্টি অভিষেকে প্রথম ওভারে উইকেট নিলেন প্রসিদ্ধ। সাত ওভারের মধ্যেই আয়ারল্যান্ডের অর্ধেক দল সাজঘরে ফিরে যায়। অধিনায়ক হিসাবেও নজর কাড়লেন বুমরা। খুব দ্রুত বোলিং পরিবর্তন করলেন তিনি। কোনও ব্যাটারকে থিতু হওয়ার সময় দিলেন না। ফলে সমস্যায় পড়ল আয়ারল্যান্ড। একটা সময় দেখে মনে হচ্ছিল ১০০ রান করতে সমস্যায় পড়বে আয়ারল্যান্ড। কিন্তু কার্টিস ক্যাম্ফার ও ব্যারি ম্যাকার্থির ব্যাটে ১৩৯ রান করল আয়ারল্যান্ড।