You will be redirected to an external website

Asian Games: যশস্বীর শতরানে নেপালকে ২৩ রানে হারিয়ে দিল ভারত

Asian-Games:-যশস্বীর-শতরানে-নেপালকে-২৩-রানে-হারিয়ে-দিল-ভারত

নেপালকে ২৩ রানে হারিয়ে দিল ভারত

সামনেই বিশ্বকাপ থাকায় এশিয়ান গেমসে এখানে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে ভারত। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ২০২ রান তুললেন যশস্বী জয়সওয়ালেরা। শতরান করলেন তিনি। রিঙ্কু সিংহের দাপটও দেখা গেল এই ম্যাচে। এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন রুতুরাজ গায়কোয়াড়। মঙ্গলবার তিনি টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। নিজে ওপেন করতে নামেন রুতুরাজ। তাঁর সঙ্গে ছিলেন যশস্বী। ১০০ রানের জুটি গড়েন তাঁরা। এর মধ্যে মাত্র ২৫ রান করেন রুতুরাজ। এর পরেই ছন্দ কেটে যায় ভারতের। মাত্র ১৬ রানের ব্যবধানে অধিনায়ক রুতুরাজ-সহ তিন উইকেট হারায় তারা। তিলক বর্মা মাত্র ২ রান করেন। জিতেশ শর্মা করেন ৫ রান। তাঁরা আউট হলেও বড় রান তোলার কাজটা চালিয়ে যান যশস্বী।

৪৯ বলে ১০০ রান করে আউট হন যশস্বী। আটটি চার এবং সাতটি ছক্কা মারেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর দ্বিতীয় শতরান। প্রথম শতরান করেছিলেন টেস্টে।

যশস্বী আউট হওয়ার পরে মাঠে নামেন রিঙ্কু। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নজর কাড়া ব্যাটার নেপালের বিরুদ্ধে ১৫ বলে ৩৭ রান করেন। চারটি ছক্কা মারেন রিঙ্কু। দু’টি চার মারেন তিনি। শেষ বেলায় দ্রুত রান তুলে দলকে ২০০-র গণ্ডি পার করান রিঙ্কু।

AUTHOR :RIMA

টি-টোয়েন্টি-বিশ্বকাপের-জন্য-বিশেষ-প্রস্তুতি-নিচ্ছেন-কোহলি,-ফিটনেস-বাড়াতে-কী-করছেন Read Previous

টি-টোয়েন্টি বিশ্বকাপের ...

Virat-Kohli:-মঙ্গলবার-নেদারল্যান্ডসের-বিরুদ্ধে-কি-খেলবেন-কোহলি? Read Next

Virat Kohli: মঙ্গলবার নেদারল্যা...